মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

দূষণমুক্ত নগরীর লক্ষ্যে সাইকেল রাইডিং

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

দূষণমুক্ত নগরীর লক্ষ্যে সাইকেল রাইডিং

দূষণমুক্ত কুমিল্লা নগরী গড়তে কিশোররা সাইকেল রাইডিং করছেন। তারা গড়ে তুলেছেন কুমিল্লা  সাইক্লিস্ট নামের সংগঠন। প্রত্যেক শুক্রবার মিলিত হন কুমিল্লা নগর উদ্যানে। সেখান থেকে নগরীসহ আশপাশের এলাকায় কিশোররা সাইকেল রাইডিং করেন। প্রতি বছর নিজেদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করেন। কিশোরদের মতে, এতে তাদের শরীরের ব্যায়ামের সঙ্গে সঙ্গে তারা খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখতে পারছেন। শুক্রবার ভোর ৬টা। কুমিল্লা নগর উদ্যানের অবকাশ প্রাঙ্গণ। একে একে সাইকেল নিয়ে আসতে থাকেন স্কুল ও কলেজ পড়ুয়া কিশোর-তরুণরা। সবার পরনে সাইকেল রাইডিং গ্রুপের পোশাক। মাথায় হেলমেট, হাতে গ্লাভস। সকাল ৭টার মধ্যে সবাই জড়ো হন। এরপর তারা বেরিয়ে পড়েন। কখনো নগরীর পাশে কোটবাড়ি, কখনো সীমান্তবর্তী রাজেশপুরে। কুমিল্লা হাইস্কুলের ছাত্র সোহেল ইরফান হোসেন ও পুলিশ লাইন হাইস্কুলের ছাত্র মুনতাসির ইসলাম রাফি বলেন, সাইকেল রাইডিং করার কারণে আমাদের উচ্চতা বেড়েছে। ওজন কমেছে। সাইকেলিং করায় পরিবার খুশি। তারা দেখছে, সাইকেলিং নিয়ে ব্যস্ত থাকায় খারাপ কাজ থেকে দূরে থাকছি। সদ্য শিক্ষাজীবন শেষ করা মাহমুদুল হাসান ইফাজ কুমিল্লা সাইক্লিস্টের পরিচালক। তিনি বলেন, আমাদের সিনিয়ররা এটি শুরু করেছিলেন। আমরা এটা ধরে রেখেছি কিশোর-তরুণদের বিভিন্ন নেশা থেকে ফিরিয়ে রাখতে। আমাদের গ্রুপে ১৫০ জনের বেশি সাইকেল রাইডিং করেন। তাদের অধিকাংশ কিশোর। ৪০-ঊর্ধ্ব লোকজনও আমাদের সঙ্গে সাইকেল রাইডিং করেন। কিশোর গ্যাং, মাদক থেকে দূরে থাকতে আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও গ্রহণ করি। কুমিল্লা থেকে ভারতের ত্রিপুরায় গোমতী নদীর উৎসমুখ থেকে আমরা সাইকেল রাইডিং করতে চাই। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাই।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, বিভিন্ন কর্মসূচিতে তরুণ ও কিশোরদের সঙ্গে সাইকেল চালাই। তার উদ্দেশ্য হচ্ছে তাদের আরও অনুপ্রাণিত করা। সাইকেল চালানোর কারণে শারীরিক সক্ষমতা বাড়ে। জ্বালানি সাশ্রয় হয়। সঙ্গে পরিবেশ দূষণ কমে। কুমিল্লা সাইক্লিস্টের যে কোনো শুভ উদ্যোগকে আমরা সহযোগিতা করব।

সর্বশেষ খবর