ভিক্টোরিয়ার ক্যাম্পাসে বসন্তের রূপের প্রদর্শনী দেখা গেছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ফুটেছে সূর্যমুখী, গোলাপ, রঙ্গন, গাঁদা, ডালিয়া ও সিলভিয়া। বিভিন্ন মোড়ে মোড়ে রং বেরঙের পাতাবাহার। অর্ধশত আম গাছে ফুটেছে মুকুল। ছড়াচ্ছে ঘ্রাণ। আসছে মৌমাছিরা।
সূত্রমতে, ইনকা, গাঁদা, ডালিয়া, সিলভিয়া, সেলোসিয়া, জারা জিনিয়া, চন্দ্রমল্লিকা, কচমচ, সূর্যমুখী, গোলাপ, রঙ্গনসহ ২২ প্রজাতির হাজারের অধিক ফুল গাছ লাগানো হয়েছে। ফুল ছাড়াও পাতাবাহার, ঝাউগাছ, রঙ্গন, টগর, কিসমাসসহ রয়েছে পাঁচ প্রজাতির পাতাবাহার।
সরেজমিন দেখা যায়, কলেজের প্রশাসনিক ভবনের সামনে রয়েছে ফুলের বাগান। সেখানে গাঁদা, ডালিয়া, গোলাপ, সেলভিয়া, ডেন্টাস, শিউলিসহ চেনা-অচেনা অসংখ্য ফুল ফুটে আছে সারি সারি। একই চিত্র কলা ভবনে, মিলিনিয়াম ভবন, বিজ্ঞান ভবনের সামনে। সেখানে শিক্ষার্থীরা ফুলের সাথে ছবি ও সেলফি তুলছে। কেউ বাগানের পাশে বসে ফুলের সৌন্দর্য দেখতে দেখতে সময় কাটাচ্ছে।
কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ বলেন, কলেজের এই ফুলের পসরা দেখে চোখ জুড়িয়ে যায়। এই আয়োজন কলেজের সৌন্দর্য বাড়িয়েছে। এ সৌন্দর্য যেন অব্যাহত থাকে।
বাগান তত্বাবধায়ক ও কলেজের প্রধান সহকারী মোহাম্মদ মাজহারুল আলম জানান, ফুল গাছে সুন্দর। এ বছর অনেক ফুল ফুটেছে। অনেকে ক্যাম্পাসে দেখতে আসে, ফুল তুলে নিয়ে যায়। কেউ আবার গাছসহ নিয়ে যায়। সৌন্দর্য রক্ষায় আমরা সবার সহযোগিতা চাই।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, প্রতিবছর শীত মৌসুমে আমরা ফুলের বাগান তৈরি করি। সৌন্দর্য ও নান্দনিক ক্যাম্পাস তৈরিতে আরো কাজ চলছে। আমরা পরিকল্পিতভাবে সৌন্দর্য বর্ধনের কাজ করছি। ফুলের সাথে ঔষধি গাছও লাগানো হবে। খেলার মাঠ ভরাট চলছে। এ কাজটি শেষ হলে সৌন্দর্য আরো দৃশ্যমান হবে। একই সাথে শিক্ষার্থীরা খেলতে পারবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন