ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাশে বাক ও মত-প্রকাশের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সব ধরনের সেন্সরশিপের ওপর প্রতিবাদে স্থাপিত রবীন্দ্রনাথের ভাস্কর্যটি একেবারেই সরিয়ে ফেলা হয়েছে। বুধবার রাতে ভাস্কর্য স্থাপনের সঙ্গে যুক্ত ঢাবির চারুকলার শিক্ষার্থীরাই এটি সরিয়ে ফেলে।
এর আগে গত সপ্তাহের মঙ্গলবার বিকালে রাজু ভাস্কর্যের পাশে ভাস্কর্যটি স্থাপন করা হয়। পরবর্তী সময়ে ওই সপ্তাহের বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের 'নীতিমালাবহির্ভূত' উল্লেখ করে ভাস্কর্যটি সরিয়ে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভাস্কর্যের ভাঙা অংশ সোহরাওয়ার্দী উদ্যানে পাওয়া যায়। এরপর শুক্রবার দুপুরে সেই অংশ দিয়েই আবারও রাজুর পাশে ভাস্কর্যটি স্থাপন করা হয়।
এবারের ভাস্কর্যটি সরিয়ে ফেলার বিষয়ে ভাস্কর্য স্থাপনের সঙ্গে যুক্ত ও ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের একাংশের সভাপতি শিমুল কুম্ভকার বলেন, আমরাই বুধবার রাতে এটি সরিয়ে ফেলেছি। এর মাথা নিচের দিকে হেলে পড়েছিল। ওই অবস্থায় ভাস্কর্যটি ওই জায়গায় একটু দৃষ্টিকুটুও লাগছিল। পাশাপাশি এটা সপ্তাহখানেকের মতো ছিল। আমাদের যে উদ্দেশ্যে প্রতিবাদ ছিল, এবং যে বার্তা ছিল সেটি হয়েছে। সামনে আমরা আবার কোনো নতুন থিম নিয়ে কাজ করবো।
বিডি প্রতিদিন/আরাফাত