ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশ-এ (ইউল্যাব) ‘বাংলা ও সাহিত্য বিভাগ’ যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাসে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীণবরণ উপলক্ষে ‘প্রথম আগমনীর গান’ শীর্ষক অনুষ্ঠানে বিভাগের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইউল্যাব উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।
অনুষ্ঠানের শুরুতে বিভাগের উদ্বোধন ঘোষণার পর সেলিনা হোসেন বলেন, ইউল্যাবে বাংলা ও সাহিত্য বিভাগ চালু হচ্ছে, এটা অনেক আনন্দের। কারণ অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে সাহিত্য বিভাগ নেই। বাংলা ভাষা ও সাহিত্য যে বড় জায়গাটা ধারণ করে দিগন্ত বিস্তারিত চিন্তা আমাদের মাঝে প্রসারিত করছেন, সেজন্য আমরা ইউল্যাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি।
সেলিনা হোসেন বলেন, আমাদের ভাষার মর্যাদার জন্য আমরা একুশে ফেব্রুয়ারি পালন করেছিলাম, সেটা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। যেসব দেশ উপনিবেশ হিসেবে অন্য দেশের অধীনে আছে, তারা তাদের মাতৃভাষার মর্যাদার জন্য আমাদের ২১ শে ফেব্রুয়ারি উদযাপন করবে তাদের দেশে, এটা আমাদের জন্য অনেক বড় জায়গা। ২১ শে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তার বিশাল গৌরবের জায়গা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আমরা জ্ঞানকে হারিয়ে ফেলেছি। কারণ এটা জ্ঞানের যুগ নয়, এটা অর্থের যুগ। এক সময় ধর্মের যুগ ছিল, বিজ্ঞানের যুগ ছিল, শিল্প-সাহিত্যের যুগ ছিল, দর্শনের যুগ ছিল। আজকের পৃথিবী সবচেয়ে বিপদজনক জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকে বিত্ত-বৈভবের যুগ। আজকে বিত্ত হচ্ছে পৃথিবীতে, সারা পৃথিবীজুড়ে বিত্তের এই আগ্রাসন আগে কখনও হয়নি। আমরা সেই যুগে এসে পড়েছি। সবকিছুর মূল্যবোধ আছে, কবিতার মূল্যবোধ আছে, দর্শনের মূল্যবোধ আছে, শুধু টাকার কোনো মূল্যবোধ নেই।
‘আমাদের জ্ঞানকে তপস্যার মতো করে নিতে হবে’ উল্লেখ করে দেশের খ্যাতিমান সংগঠক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আজ বাংলা নেই। কারণ বাংলা টাকা আনতে পারে না। শুধু বাংলা পড়লাম তাতে কোনও লাভ হবে না, আমি বাংলাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবো এই চিন্তা থাকতে হবে। সেটার জন্য ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে।
স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা। তিনি বলেন, মাতৃভাষা বাংলা ছাড়াও, ৪৪টি নৃ-গোষ্ঠী ভাষা ও সাহিত্য আছে, নৃ-গোষ্ঠী এসব ভাষা সাহিত্য নিয়েও আমরা ১০০ নম্বরের কোর্স থাকছে আমাদের। এটাই প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে নৃ-গোষ্ঠীদের ভাষা পড়ানো হবে।
সমাপনী বক্তব্য দেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. সামসাদ মর্তূজা।
বিডি প্রতিদিন/আরাফাত