রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেড়েছে ডায়রিয়া রোগ। এই রোগের প্রকোপ কমাতে সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার ক্যাম্পাসে এই সতর্কতা জারি করা হয়।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী ডাইরিয়ায় আক্রান্ত হয়েছে। তাই সচেতনতার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে এই রোগ দমনে সকল বিভাগ ও আবাসিক হলে নির্দেশনা প্রদান করা হয়েছে। এটা যেহেতু পানিবাহিত রোগ, সেহেতু ড্রেন, টয়লেট এবং হলে ডাইনিং-ক্যান্টিন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পানি ব্যবহারে সতর্ক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে পানি ফুটিয়ে পান করার কথা বলা হয়েছে।
প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি বন্ধে সকালে মাইকিং করা হয়েছে। কোনো দোকানের বিষয়ে এমন অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হল কিংবা বাইরের দোকান থেকে খাবার গ্রহণে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে এই রোগ থেকে সুস্থ থাকার জন্য কিছু পরামর্শ দিয়েছেন রাবি মেডিকেল সেন্টারের পরিচালক ডা. তবিবুর রহমান শেখ। তিনি বলেন, পচা-বাসি খাবার ত্যাগ করা, ঠাণ্ডা খাবার গরম করে খাওয়া, মিনারেল ওয়াটার কিংবা পানি ফুটিয়ে পান করা। অপরিষ্কার হাতে খাবার গ্রহণ না করা, দুই দিনের বেশি আক্রান্ত থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া, আক্রান্ত রোগীর ক্ষেত্রে অতিরিক্ত তেলে ভাজা খাবার, কাঁচা ফল, শাকসবজি এবং কফি জাতীয় খাবার এড়িয়ে চলা শ্রেয় বলেও জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল