বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ঝাঝড় ঘাট এলাকার বাঙ্গালী নদীতে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালীরা। এতে নদীর গভীরতা সৃষ্টি হয়ে তীরবর্তী ৫০-৬০টি পরিবারের বসতবাড়ি ভাঙ্গনের মুখে পড়েছে। তবে এবিষয়ে অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছে স্থানীয় এলাকাবাসী।
জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার ঝাঝড় গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বাঙ্গালী নদী। ঝাঝড় গ্রামের স্থানীয় প্রভাব শালীরা বাঙ্গালী নদী থেকে কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে পাইপের সাহায্যে বালু উত্তোলন করে বিক্রি করছে। নদীর গভীর তলদেশে বোরিং করে বালু উত্তোলনের কারনে নদীর তীরবর্তী ফসলী জমি, বসতবাড়ীগুলো ভাঙ্গনের মুখে পড়েছে।
এবিষয়ে স্থানীয় এলাকাবাসী আক্ষেপ করে বলেন, বালু উত্তোলনকারীরা সবাইকে ম্যানেজ করেই দীর্ঘদিন যাবত অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। তবে এবিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি এলাকাবাসী। তাই অব্যাহত বালু উত্তোলনের কারনে নদীর তীরবর্তী বসতবাড়ি গুলো এখন ভাঙ্গনের মুখে পড়েছে। প্রতিদিন বালু উত্তোলন অব্যাহত থাকায় ফসলি জমিতে বালুর প্রভাব বৃদ্ধি পেয়ে চাষবাসেও সফলতা আসছে না।
ঝাঝড় গ্রামের বালু ব্যবসায়ীরা নাম না প্রকাশের স্বার্থে জানায়, বিভিন্ন মহলকে ম্যানেজ করেই বালু উত্তোলন করা হচ্ছে। তবে এতে কোন ক্ষতি হচ্ছে না বলে তারা দাবি করেন।
বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে কেউ অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার