নোয়াখালীতে কৃষিতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের ব্যবহার করে লাভের মুখ দেখছেন কৃষক। চারা রোপণ, উৎপাদন, পোকামাকড় দমনসহ বস্তায় ভরা, সবকিছু কৃষক এখন করছে যন্ত্রের সাহায্যে। কম সময়ে, স্বল্প শ্রমে বেশি ফসল উৎপাদন হওয়ায় খুশি কৃষক। এ পদ্বতির মাধ্যমে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের।
নোয়াখালীতে এবার আমন ধান চাষ হয় ১ লক্ষ ৫৩ হাজার হেক্টর জমিতে। যা গত বছর ছিলো ১ লক্ষ ৪৪ হাজার হেক্টর জমিতে। গত বছরের তুলনায় উৎপাদন বেড়েছে ৯ হাজার হেক্টর জমি। এর মধ্যে গত ৩ বছর যাবত এই পদ্বতিতে কৃষি জমিতে যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে। কৃষকদের যান্ত্রিক পদ্বতিতে উৎসাহিত করার জন্য কোম্পানীগঞ্জ চরহাজারীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ফসল (ধান) কর্তন ও মাঠ দিবস পালন করে কৃষি বিভাগ।
ক্রমাগত খরচ বৃদ্ধি, শ্রমিক সংকট ও স্বল্প উৎপাদনের ফলে হতাশ কৃষকদের জন্য যন্ত্রের ব্যবহার এ অঞ্চলে আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে। কৃষক এখন রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা লাগায়। চারা উৎপাদন করে ট্রের মাধ্যমে। কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র দিয়ে ফসল কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তায় ভরা হয়। সবকিছুই হচ্ছে যন্ত্রের ব্যবহারের মাধ্যমে। ফলে কৃষকের উৎপাদন খরচ কমে যায় ও ফসল বেশি উৎপাদন হয়, সময় অপচয় কমে যায় বলে কৃষকদের আগ্রহ বাড়ছে। অযান্ত্রিক উপায়ে কৃষিকাজ করে বারবার ক্ষতির সম্মুখীন হয়ে এবং শ্রমিকের অভাবে অনেকে বন্ধ করে দিয়েছে কৃষিকাজ। এখন যন্ত্রের ব্যবহার করে লাভের মুখ দেখে নতুন করে কৃষিতে উৎসাহিত হচ্ছে কৃষক।
যন্ত্র দিয়ে ঘণ্টায় ৪০ শতাংশ জমির ধান বা গম রোপণ এবং জমির ফসল কাটা যায়। খরচ হবে মাত্র ১০০ টাকার তেল। এভাবে উৎপাদন খরচ কমিয়ে লাভের অঙ্ক বৃদ্ধি করতে পারে কৃষক।
কৃষিকে সম্পূর্ণভাবে যান্ত্রিকীকরণ এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করার জন্য প্রয়োজন কৃষি যন্ত্রপাতি সহজলভ্যকরণ, কৃষিঋণ এবং ফসল উৎপাদনে সরকারের আরও সহযোগিতা।
কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল জানান, যন্ত্রের ব্যবহারের মাধ্যমের ফলে কৃষকের উৎপাদন খরচ কমে যায় ও ফসল বেশি উৎপাদন হয়, সময় অপচয় কমে যায় বলে কৃষকদের আগ্রহ বাড়ছে। স্বল্প শ্রমে বেশি ফসল উৎপাদন হওয়ায় খুশি কৃষক। এ পদ্ধতির মাধ্যমে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের।
নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ডা: আবুল হোসেন জানান, এ যান্ত্রিক পদ্বতির মাধ্যমে কৃষকদের খরচ কমে যায় এবং উৎপাদন ও লাভ বেশি হয়। কৃষির সকল কাজে যন্ত্রের ব্যবহারের ফলে উৎপাদন বেড়ে যায়।
বিডি প্রতিদিন/ফারজানা