১৪ মার্চ, ২০২২ ২১:৩৩

ইউপি মেম্বারদের ভাতা দ্বিগুণের বেশি বাড়ানো দরকার : মুক্তিযুদ্ধমন্ত্রী

অনলাইন ডেস্ক

ইউপি মেম্বারদের ভাতা দ্বিগুণের বেশি বাড়ানো দরকার : মুক্তিযুদ্ধমন্ত্রী

আ ক ম মোজাম্মেল হক

দেশের ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বারদের ভাতা বাড়ানোর বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‌‘মেম্বারদের (ইউপি সদস্য) যে ভাতা দেওয়া হয়, তা সম্মানজনক নয়। ভাতা দ্বিগুণ নয়, তার চেয়েও বেশি বাড়ানো দরকার। তবে সেজন্য মেম্বারদের নিজস্ব আয় বাড়ানোর চেষ্টা করতে হবে। ঠিকমতো ট্যাক্স আদায় করতে হবে। ইউনিয়ন পরিষদের আয় বাড়াতে হবে।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে- শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগ ‘আমার গ্রাম-আমার শহর’ বাস্তবায়নে তৃণমূল জনপ্রতিনিধি ইউপি সদস্যদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘করোনার সময় সবাই ঘরে থাকলেও মেম্বারদের ঘরে বসে থাকার সুযোগ ছিল না। আমার মতে, প্রত্যক্ষভাবে গ্রামের মানুষের সেবা দেন মেম্বাররা। সাধারণ মানুষের দোরগোড়ায় থাকেন তারা। সমাজের উন্নয়নের জন্য স্থানীয় সরকারের মেম্বারদের মাধ্যমে প্রকৃত সেবা দেওয়া যায়।’

তিনি বলেন, ‘তৃণমূলে দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছিল আমার। টানা ৩৬ বছর চেয়ারম্যান-মেম্বার হয়ে তৃণমূলের জনগণের জন্য কাজ করতে পেরেছি।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর