অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘দেশকে ভালোবাসতে হবে। সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নিতে হবে।’
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভায় অর্থমন্ত্রী মুক্তিযোদ্ধাসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে খোঁজখবর নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসু উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ