'শিক্ষক সমাজ একেবারে চর্চাহীন একটা তন্ত্র গোষ্ঠীতে পরিণত হয়েছে। কারণ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়া। শিক্ষকরা একটি দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে। তাদের মূল্যায়নের জন্য তারা হাহাকার করছে।'
আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে কারিগরি শিক্ষা কল্যান সমিতির উদ্যোগে 'বরেন্য শিক্ষক সম্মাননা' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহিত উল আলম এসব কথা বলেন।
বর্তমানে আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, দাবির জন্য ক্লাস বর্জন আমি মেনে নিতে পারিনা। আমাদের দায়িত্ব শিক্ষা দেয়া। ছাত্র-ছাত্রীদের জিম্মি করা নয়। শিক্ষকতায় যিনি এসেছেন তিনি বেতন কাঠামো জেনেই এসেছেন।
আজ তর্ক হচ্ছে অধ্যাপক বড় না সচিব বড়। সচিবরা এত টাকা পায় অধ্যাপকরা পায়না। এটা খুব বিশ্রি একটা অলোচনা আখ্যায়িত করে মোহিত উল আলম বলেন আমাদের দেশে যখন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ঢুকেছে তখন যোগ্যতা আর প্রাধান্য পায়নি। কম মেধাবীরা শিক্ষকতায় আসাতে ভাল মেধাবীরা শিক্ষকতায় আসছেনা। ভাল মেধাবীরা শিক্ষকতায় আসছেনা বলেই কম মেধাবীদের কম বেতন দিয়ে আরো নিচে নামানো যাচ্ছে। শিক্ষকরা একটি দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে।
বাংলাদশে কারিগরি শিক্ষা কল্যান সমিতির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল হায়দার, মিন্টু কলেজের অধ্যক্ষ নিহার রঞ্জন রায়, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ্য এখলাস উদ্দিন সহ প্রমুখ।
পরে আমীর আহমেদ চৌধুরী রতন, মোকাররম হোসেন, আব্দুস সালামকে সম্মাননা এবং যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে এম শামসুল ইসলামকে মরোনত্তর সম্মাননা প্রদান করা হয়।