রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর হামলা চালিয়েছে ছাত্রশিবির।
রবিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সমর্থনে মিছিল করার সময় তারা এ ঘটনা ঘটায়। এতে সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব এবং মহানগর যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ইকবাল হাসান আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কাজলা পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় ৫০ জন শিবির কর্মী জয় বাংলা স্লোগান দিয়ে কাজলা গেটে আসে। পরে গেটে এসে তারা নারায়ে তাকবির বলে স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চার পাঁচজন ছাত্রলীগ কর্মীর ওপর আক্রমণ করে। এসময় ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট-পাটকেল ছুড়ে মারে।’ এসময় পুলিশ সদস্যরা শটগানের গুলি ছুড়লে শিবির কর্মীরা পালিয়ে যায়। আর ইটের আঘাতে বিপ্লব বাম হাতে এবং হাসানের সামান্য ক্ষত হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে হল সম্মেলন শেষে সন্ধ্যায় আমরা কাজলা গেটে অবস্থান করছিলাম। এসময় ৪০-৫০জন শিবিরকর্মী আমাদের ওপর ককটেল, গুলি ও ইট ছোড়ে।
এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ শিবিরকর্মীরা সন্ধ্যার দিকে কাজলাতে মিছিল করে। এসময় তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ইট-পাটকেল ছোড়ে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন