একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ডাদেশ কার্যকরের ঘোষণায় পাকিস্তানের আপত্তিকর মন্তব্যে ঢাকায় দেশটির হাই কমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দ্য ডন জানিয়েছে, সাকা ও মুজাহিদের ফাঁসির দণ্ডাদেশ কার্যকরের ঘোষণায় মর্মাহত পাকিস্তান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৫/ রশিদা