শুধু মেয়র এবং চেয়ারম্যানদের দলীয় মননোয়নে নির্বাচনের প্রার্থী হওয়ার সুযোগ রেখে সংসদে তিনটি বিল পাস করা হয়েছে।
এতে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুধু মেয়র এবং চেয়ারম্যানরা দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে পারবেন।
আজ রবিবার রাতে জাতীয় সংসদে পৃথক তিনটি বিল পাসের জন্য উত্থাপন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বিলটিতে সংসদ সদস্য সেলিম উদ্দিন (সিলেট-৫), ফখরুল ইমাম (ময়মনসিংহ-৮), আব্দুল মতিন (মৌলভীবাজার-২) ও পীর ফজলুর রহমান (সুনামগঞ্জ-৪) সংশোধনী ও জনমত যাচাইয়ের প্রস্তাব তুলে ধরে বক্তব্য রাখেন।
পরে মন্ত্রী তাদের সেই যুক্তি গ্রহণযোগ্য নয় বলে তা নাকচ করে দেন। এরপর ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বিলটি পাসের প্রস্তাব কণ্ঠভোটে দিলে সর্বাধিক সদস্যের ভোটে তা পাস হয়।
সংসদে পাসকৃত তিনটি বিল হলো, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০১৫, স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) সংশোধন আইন ২০১৫ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন ২০১৫।
এরআগে গত ১৫ নভেম্বর শুধু মেয়র পদে নির্বাচনের বিধান রেখে ‘স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন ২০১৫’ পাস হয়।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন