জামায়াত ইসলামীর ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে রাজধানীতে হরতালবিরোধী সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সহসভাপতি লায়ন বাবুল, মহিলা সম্পাদিকা পাপিয়া ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী প্রমুখ।
সমাবেশ শেষে হরতালবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের হয়। এটি জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৫/শরীফ