ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ থাকায় দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের পর নাশকতা হয়নি বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, "ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ থাকায় তা সন্ত্রাস ও নাশকতা দমনে কার্যকর ভূমিকা রেখেছে। দেশের একজন নাগরিকেরও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের এ সিদ্ধান্ত বহাল থাকবে।"
ফেসবুকসহ এসব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের কারণে দেশের প্রায় ১১ হাজার ই-কমার্স ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাংবাদিকদের এমন বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "একজন মানুষের জীবনের মূল্য অনেক বেশি।" এসময় তিনি সাময়িক যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি মেনে নিতে সবার প্রতি আহ্বান জানান।
তারানা হালিম বলেন, "দেশের জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা সবকিছু দেখা সরকারের দায়িত্ব। এই নিরাপত্তা বিধানের জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এমন সিদ্ধান্ত বিশ্বের বিভিন্ন দেশেই নেওয়া হয়েছে। কোনো কোনো দেশ আছে, যারা পুরো ইন্টারনেট সুবিধাই বন্ধ করে দেয়। বাংলাদেশে তো সেটা করা হয়নি।”
কবে নাগাদ ফেসবুকসহ অন্যান্য মাধ্যম খুলে দেয়া হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, "পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটা বন্ধ থাকবে।"
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৫/ রশিদা