১৫ দফা দাবিতে খুলনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি শুরু হয়। এতে পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপোর তেল উত্তোলন- বিপণন বন্ধ রয়েছে।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জ্বালানি তেল বিক্রির কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ প্রদান, ট্যাংকলরি শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা, বিভিন্ন দফতরের লাইসেন্স গ্রহণে শিথিলতা, বিভিন্ন জেলায় ট্যাংকলরি থেকে জোরপূর্বক পৌরসভার চাঁদা গ্রহণ বন্ধসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট শুরু হয়েছে। এতে খুলনার পদ্মা, মেঘনা, যমুনা তেল ডিপো থেকে তেল উত্তোলন ও বিপনন বন্ধ রয়েছে।
খুলনা বিভাগের ১০ জেলাসহ বৃহত্তর ফরিদপুরও এর আশেপাশের ৫ জেলায় চলছে না ট্যাংকলরির চাকা। একই সাথে পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে। তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
বিডি প্রতিদিন/হিমেল