১৫ দফা দাবিতে ট্যাংকলরি মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের কারণে যশোরের পেট্রোল পাম্পগুলো জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। রবিবার ভোর থেকেই পাম্পগুলোতে তেল আনতে যাওয়া গাড়ির চালকদের ফিরিয়ে দিচ্ছেন তারা। তেল না পাওয়ায় খুব শিগগিরই দূরপাল্লার সকল যানবাহনসহ সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে বলে গাড়ি চালকরা আশংকা করছেন।
জ্বালানি তেল পরিবেশক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদুল করিম কাবুল বলেন, জ্বালানি তেল ব্যবসার সাথে জড়িত সংগঠনগুলো দীর্ঘদিন ধরে তেল বিক্রির কমিশন ৭.৫ শতাংশ নির্ধারণ, তেল ব্যবসায়ীদের পরিচয় সুনির্দিষ্টকরণ, ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি ও শ্রমিকদের দুর্ঘটনা বীমা প্রথা চালু, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান এবং পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিল, চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবি জানিয়ে আসছিল। দাবি আদায়ের জন্য ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটামও দেয়া হয়েছিল।
কাবুল বলেন, তাদের দাবি বাস্তবায়নে কার্যকরি আশ্বাস পেলে তারা ধর্মঘট প্রত্যাহার করবেন।
এদিকে ধর্মঘটের কারণে যশোরের ৭৪টি পেট্রোল পাম্পে পেট্রোল, অকটেন, ডিজেলসহ সব ধরণের জ্বালানি তেল বিক্রি বন্ধ রয়েছে। এ অবস্থা চলতে থাকলে দূরপাল্লার যানবাহন চলাচল অচিরেই বন্ধ হয়ে যাবে। দ্রুত বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহণ মালিকরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ