বরিশালে আবারও শুরু হয়েছে টিসিবি’র ন্যায্য মূল্যে পিয়াজ বিক্রি।
৯ দিন বন্ধ থাকার পর রবিবার নগরীর ৫টি স্থানে ডিলারদের মাধ্যমে একযোগে ট্রাকে করে ৪৫ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি শুরু করে টিসিবি।
তবে ডিলার কম হওয়ায় দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে পিয়াজ কিনতে হচ্ছে ভোক্তাদের। তারপরও বাজারে ২শ’ টাকার বেশি দামের পিয়াজ ৪৫ টাকা কেজি দরে কিনতে পেরে খুশি ক্রেতারা।
রবিবার থেকে ফের নগরীর ৫টি পয়েন্টে ন্যায্য মূল্যে পিয়াজ বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। ৫ জন ডিলারকে প্রতিদিন বিক্রির জন্য দেওয়া হয় ১ টন করে পিয়াজ। একেকজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি করে পিয়াজ কিনতে পারছেন ৪৫ টাকা কেজি দরে।
ক্রেতার তুলনায় ডিলার কম হওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পিয়াজ কিনতে হচ্ছে জনসাধারণকে। এতে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ক্রেতা। তারপরও বাজারের চেয়ে কম দামে পিয়াজ কিনতে পেরে খুশি ভোক্তারা।
টিসিবি’র ডিলার মাসুদ রানা জানান, টিসিবি থেকে প্রতিদিন তাদের ৫জন ডিলারকে ১ টন করে পিয়াজ দেওয়া হচ্ছে। ডিলাররা নগরীর ৫টি পয়েন্টে এই পিয়াজ বিক্রি করছেন। তবে ক্রেতার চাপ বেশি থাকায় হিমশিম খেতে হচ্ছে তাদের।
এর আগে, গত ২০ নভেম্বর বরিশালে ন্যায্য মূল্যে পিয়াজ বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। তবে দুইদিন বিক্রির পরই সরবরাহ না থাকায় বন্ধ হয়ে যায় টিসিবি’র পিয়াজ বিক্রির কার্যক্রম।
বিডি প্রতিদিন/কালাম