‘এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ’ শ্লোগান নিয়ে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে বরিশাল সার্কিট হাউজ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাউন কম্পাউন্ড স্বাস্থ্য বিভাগীয় পরিচালক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
পরে স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ হলে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বিএমএ’র সভাপতি ডা. ইসতিয়াক হোসেন ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
সভায় বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা মরণব্যাধি এইডস মুক্ত থাকতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/শফিক