ময়মনসিংহের গফরগাঁওয়ে হঠাৎ করে আকাশ থেকে পৃথক স্থানে দুইটি বড় লোহার তৈরি বস্তু আছড়ে পড়েছে। রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে উপজেলার গয়েশপুর বটতলা বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিনের মাজারের সামনে ও বড় বড়াই গোলাপ সরকারের বাড়ির সামনে ওই দুটি বস্তু আছড়ে পড়েছে।
বস্তু দুটি দেখতে অনেকটা তেলের ট্যাংকের মতো। অনেকেই বলছেন- বস্তু দুটি হয়তো কোনো উড়োজাহাজের তেলের ট্যাংক। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি সেগুলো আসলে কী।
বস্তু দুটি আকাশ থেকে পৃথক স্থানে আছড়ে পড়লেও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় ইতোমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে একটি তেলের ট্যাংকার উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নে গয়েশপুর বটতলা বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিনের মাজারের সামনে এবং এর অল্প দূরে বড় বড়াই গ্রামের গোলাপ সরকারের বাড়ির সামনের পতিত জমিতে আরেকটি ট্যাংকার ভেঙে পড়ে ধুমড়ে-মুচড়ে যায় ও ভিতরের তেল ছড়িয়ে পড়ে। এতে প্রথমে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে কৌতুহলী লোকজন দুটি স্থানে ভিড় করেন। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।
প্রত্যক্ষদর্শী হেলাল সরকার বলেন, গয়েশপুর মাজারের সামনে বটতলায় সব সময় বহু লোকজন থাকেন। কিন্তু আজ ট্যাংকার ভেঙে পড়ার সময় ভাগ্যক্রমে কেউ ছিলেন না। থাকলে বহু লোক হতাহত হতেন।
এ ব্যাপারে পাগলা থানার পুলিশ পরিদর্শক ফায়েজুর রহমান বলেন, একটি উড়োজাহাজের দুটি তেলের ট্যাংকার ভেঙে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিয়েছি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম