সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা
ভেষজ

পুনর্নবা

পুনর্ণভা : বৈজ্ঞানিক নাম Boerhaavia diffusa, গোত্র Nyctaginaceae. গুল্মটির শেকড় মোটা। পুনর্নবা শাখা-প্রশাখাযুক্ত লতানো গুল্ম। দেশের বিভিন্ন স্থানে বর্ষা মৌসুমের শেষে পতিত জমিতে আগাছা হিসেবে জন্মে থাকে। তিন ফুট পর্যন্ত লম্বা হয়। পাতা প্রায় গোলাকার, নরম ও মাংসল। অগ্রভাগ মোটা, আধা থেকে এক ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। বীজ নটে শাকের মতো। প্রত্যেক শাখায় জোড়ায় জোড়ায় পাতা হয়। ফুল গোলাপী বর্ণের। রোদে লতা গাছ শুকিয়ে গেলেও এর মূল থাকে এবং পরের বছর বর্ষায় আবার উদ্ভিদ গজিয়ে ওঠে। শীতকালে এই উদ্ভিদের ফুল ও ফল হয়। মূত্রবর্ধক হিসেবে ব্যবহৃত হয়। অনিদ্রা, ঘুস ঘুসে জ্বরের চিকিৎসায় পুনর্নবার ব্যবহার রয়েছে। -ডা. আলমগীর মতি।

 

 

সর্বশেষ খবর