দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার স্তূপ যেন নিয়তির লিখন হয়ে দাঁড়িয়েছে। বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর— এ সত্যটি জানা থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে সেদিকে নজর না দেওয়ায় এই অকাম্য অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর ‘বিচারহীনতার’ সংস্কৃতি থেকে বেরিয়ে আসাকে চ্যালেঞ্জ হিসেবে নেন এবং দেশের আদালতগুলোতে যাতে দ্রুত বিচার সম্পন্ন হয় সে ব্যাপারে ব্যক্তিগত তদারকিও জোরদার করেন। তার এই মহৎ উদ্যোগে মামলা নিষ্পত্তিতে গতি সৃষ্টি হলেও আগে থেকে জমে থাকা স্তূপ খুব একটা কমানো সম্ভব হয়নি। মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম থাকায় এবং মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে আইনজীবীদের একাংশের অনীহা থাকায় মামলার স্তূপ সরানো সত্যিকার অর্থেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেশে এ মুহূর্তে বিচারাধীন মামলার সংখ্যা ৩১ লাখ ১০ হাজারের কাছাকাছি। ১৭ জুলাই জাতীয় সংসদে আইনমন্ত্রী প্রশ্নোত্তরকালে বলেছেন চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৩১ লাখ ৯ হাজার ৯৬৭টি। যার মধ্যে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১২ হাজার ৭৯২ এবং হাইকোর্ট বিভাগে ৩ লাখ ৯৯ হাজার ৩০৩টি। এ ছাড়া জেলা পর্যায়ে সহকারী জজ আদালত হতে জেলা ও দায়রা জজ আদালতসহ সব প্রকার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ১৮ লাখ ৯ হাজার ৪৬১টি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসমূহে বিচারাধীন মামলার সংখ্যা ৮ লাখ ৮৮ হাজার ৪১১টি। মন্ত্রীর দেওয়া তথ্যে উল্লেখ করা হয়, সুপ্রিমকোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ মোট নয়জন বিচারপতি এবং হাইকোর্ট বিভাগে ৯১ জন বিচারপতি কর্মরত রয়েছেন। দেশের নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ে ২৮১ জন বিচারকের পদ শূন্য রয়েছে। মামলাজট কমাতে বিচারক নিয়োগ, অগ্রাধিকার ভিত্তিতে মামলা নিষ্পত্তি, প্রতিটি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটি গঠন, ডিজিটাল কজলিস্ট চালু, আর্থিক অসচ্ছল ব্যক্তিদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানসহ নানাবিধ কার্যক্রম চালু করার কথাও জানিয়েছেন মন্ত্রী। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত বিচার সম্পন্ন করার বিষয়টি প্রাসঙ্গিকতার দাবিদার। এ ব্যাপারে রাষ্ট্রের সব স্তম্ভকে একযোগে কাজ করতে হবে। বিচার বিভাগে গতি সৃষ্টির জন্য সরকারকে সব ক্ষেত্রে মদদ জোগাতে হবে। আদালতের বাইরে মামলা নিষ্পত্তি করে বিচারপ্রার্থী মানুষকে ভোগান্তির হাত থেকে রক্ষায় নিতে হবে উদ্যোগ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
আদালতে মামলার স্তূপ
সমস্যার সমাধানে চাই সমন্বিত উদ্যোগ
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর