দেশের উত্তরাঞ্চলে একটানা বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে বন্যা ছোবল হেনেছে। একটানা বৃষ্টিতে দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং বিপুল এলাকা বন্যাকবলিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যার পাশাপাশি কোথাও কোথাও চলছে নদীভাঙনের তাণ্ডব। হাজার হাজার মানুষ ইতিমধ্যে অসহায় অবস্থায় পড়েছে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। বন্যা ও অতি বৃষ্টির কারণে হঠাৎ করে তরিতরকারির দাম দ্বিগুণ এমনকি তিনগুণ বৃদ্ধি পেয়েছে। বন্যায় সবজির খেত ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন সবজি চাষিরা। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত খুবই স্বাভাবিক ঘটনা। উজান থেকে ঢল নেমে আসার বিষয়টিও স্বাভাবিক। যুগ যুগ ধরে এ ভূখণ্ডের মানুষ এ বাস্তবতার মুখোমুখি হয়ে আসছে প্রতিবছরই। চলতি বছর এ যাবৎ যে বৃষ্টি হয়েছে তা কোনোভাবেই স্বাভাবিকের চেয়ে বেশি নয়। কিন্তু নদ-নদীর পানি ধারণক্ষমতা হ্রাস পাওয়ায় একটানা বৃষ্টি হলেই বন্যা ছোবল হানছে। উজান থেকে আসা ঢল বন্যা পরিস্থিতিকে বেসামাল করে তুলছে। উত্তরাঞ্চলের বন্যাকবলিত এলাকায় ইতিমধ্যে মানবিক সংকট দেখা দিয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছে বন্যাকবলিত এলাকার মানুষ। কুড়িগ্রাম ও সিরাজগঞ্জের বন্যাকবলিত এলাকার খাবার পানির অভাব মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। সংশ্লিষ্ট এলাকার প্রশাসনকে এ ব্যাপারে যেমন হাত বাড়াতে হবে তেমন এলাকার সম্পন্ন মানুষদেরও এগিয়ে আসতে হবে। উজান থেকে আসা ঢল এবং একটানা বৃষ্টিকে অভিশাপের বদলে আশীর্বাদে পরিণত করার জন্যও উদ্যোগ নিতে হবে সরকারকে। নদ-নদীর পানি ধারণক্ষমতা বাড়িয়ে বন্যা সমস্যার সমাধানের উদ্যোগ নিতে হবে। এটি সম্ভব হলে শুষ্ক মৌসুমে চাষের জন্য পানি সহজলভ্য হবে, পাশাপাশি মাছ চাষের মাধ্যমে শত শত কোটি টাকা আয়ের সুযোগ সৃষ্টি হবে। কর্মসংস্থানের ক্ষেত্রেও তা ইতিবাচক অবদান রাখবে। নদ-নদীর নাব্য বৃদ্ধি পেলে কম খরচে নৌপথে চলাচল ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে। এ ব্যাপারে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
উত্তরাঞ্চলে বন্যার ছোবল
দুর্গতদের পাশে দাঁড়াতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর