দেশের উত্তরাঞ্চলে একটানা বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে বন্যা ছোবল হেনেছে। একটানা বৃষ্টিতে দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং বিপুল এলাকা বন্যাকবলিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যার পাশাপাশি কোথাও কোথাও চলছে নদীভাঙনের তাণ্ডব। হাজার হাজার মানুষ ইতিমধ্যে অসহায় অবস্থায় পড়েছে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। বন্যা ও অতি বৃষ্টির কারণে হঠাৎ করে তরিতরকারির দাম দ্বিগুণ এমনকি তিনগুণ বৃদ্ধি পেয়েছে। বন্যায় সবজির খেত ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন সবজি চাষিরা। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত খুবই স্বাভাবিক ঘটনা। উজান থেকে ঢল নেমে আসার বিষয়টিও স্বাভাবিক। যুগ যুগ ধরে এ ভূখণ্ডের মানুষ এ বাস্তবতার মুখোমুখি হয়ে আসছে প্রতিবছরই। চলতি বছর এ যাবৎ যে বৃষ্টি হয়েছে তা কোনোভাবেই স্বাভাবিকের চেয়ে বেশি নয়। কিন্তু নদ-নদীর পানি ধারণক্ষমতা হ্রাস পাওয়ায় একটানা বৃষ্টি হলেই বন্যা ছোবল হানছে। উজান থেকে আসা ঢল বন্যা পরিস্থিতিকে বেসামাল করে তুলছে। উত্তরাঞ্চলের বন্যাকবলিত এলাকায় ইতিমধ্যে মানবিক সংকট দেখা দিয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছে বন্যাকবলিত এলাকার মানুষ। কুড়িগ্রাম ও সিরাজগঞ্জের বন্যাকবলিত এলাকার খাবার পানির অভাব মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। সংশ্লিষ্ট এলাকার প্রশাসনকে এ ব্যাপারে যেমন হাত বাড়াতে হবে তেমন এলাকার সম্পন্ন মানুষদেরও এগিয়ে আসতে হবে। উজান থেকে আসা ঢল এবং একটানা বৃষ্টিকে অভিশাপের বদলে আশীর্বাদে পরিণত করার জন্যও উদ্যোগ নিতে হবে সরকারকে। নদ-নদীর পানি ধারণক্ষমতা বাড়িয়ে বন্যা সমস্যার সমাধানের উদ্যোগ নিতে হবে। এটি সম্ভব হলে শুষ্ক মৌসুমে চাষের জন্য পানি সহজলভ্য হবে, পাশাপাশি মাছ চাষের মাধ্যমে শত শত কোটি টাকা আয়ের সুযোগ সৃষ্টি হবে। কর্মসংস্থানের ক্ষেত্রেও তা ইতিবাচক অবদান রাখবে। নদ-নদীর নাব্য বৃদ্ধি পেলে কম খরচে নৌপথে চলাচল ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে। এ ব্যাপারে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত