রাজধানীর লাগোয়া জনপদ নবাবগঞ্জ দোহারে এক ভণ্ড পীরের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে গত শনিবার রাতে হজবাবা নামে পরিচিত এই ভণ্ড পীরের ভণ্ডামির সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর পুলিশ ও স্থানীয় প্রশাসন অতিদ্রুত অভিযান চালায় ভণ্ড পীর মতিউর রহমানের আস্তানায়। সিলগালা করে দেওয়া হয় আস্তানা। এ সময় উত্তেজিত জনতা আস্তানায় ভাঙচুর চালায়। ভণ্ড পীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ প্রতিশ্রুতির বিনিময়ে পুলিশ জনতাকে নিবৃত রাখতে সক্ষম হয়। ভণ্ড পীরের আস্তানায় সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত সৃষ্টিকারী অপকর্ম চলছিল দীর্ঘদিন ধরে। ভণ্ড পীর তার অনুসারীদের বলতেন হজ পালনের জন্য লাখ লাখ টাকা খরচ করে মক্কায় যাওয়ার দরকার নেই। কাবাগৃহের আদলে ৫ ফুট বাই ৫ ফুটের একটি কালো ঘর তৈরি করেছিলেন তিনি তার আস্তানায়। সেই কালো ঘরের চারদিকে তাওয়াফ করলে হজ করা হবে এ তত্ত্বও তিনি প্রচার করতেন তার মুরিদদের কাছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক রব তুলে কাবাঘর তাওয়াফের অনুকরণে হজের সাদা পোশাক পরে পীরের অনুসারীরা সেই ঘর প্রদক্ষিণ করতেন। পীরকে তারা সেজদা দিয়ে নিজেদের ভক্তি শ্রদ্ধাও জানাত। পীরের আস্তানায় নিজস্ব স্টাইলে হজ পালনের পাশাপাশি পালন করাও হতো ঈদ উৎসব। হিন্দি গানের সুরে চলত নারীদের উদ্দাম নৃত্য। ভণ্ড পীরের সেবাযত্ন এবং গা হাত মালিশের জন্য নিয়োজিত থাকত একদল নারী। দীর্ঘদিন ধরে ভণ্ড পীরের আস্তানায় সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী কার্যকলাপ চললেও এ বিষয়টি প্রায় গোপন ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ও গোপনীয়তার জন্য। পীরের ক্যাডার বাহিনীর ভয়েও মুখ খুলতেন না এলাকাবাসী। নিউজ টোয়েন্টিফোরে ভণ্ড পীরের ভণ্ডামির নানা চিত্র প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। ভণ্ড পীর ও তার অনুচরদের আইনের আওতায় আনতে তারা তাত্ক্ষণিকভাবে অভিযানও চালান। অপরাধীরা তার আগেই কেটে পড়ায় প্রশাসনের পক্ষ থেকে ভণ্ড পীরের আস্তানা সিলগালা করে দেওয়া হয়। মানুষের ধর্মীয় আবেগে আঘাত হানা একটি গুরুতর অপরাধ। বিশেষত হজের মতো একটি স্পর্শকাতর ইবাদত নিয়ে ভণ্ড পীরের ভণ্ডামি দেশের ধর্মভীরু মানুষের আবেগে আঘাত হেনেছে তা মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে কেউ যাতে এ ধরনের ভণ্ডামির সাহস না পায় তা নিশ্চিত করতে প্রতারকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে এমনটিই কাম্য।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা