প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যার সমাধানে ইন্দোনেশিয়ার সহযোগিতা কামনা করেছেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আইওআরএ সম্মেলনের সাইড লাইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর এ আহ্বান তাত্পর্যের দাবিদার। ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ, রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানুষের মতোই ইন্দোনেশীয়দের সহজাত সহানুভূতি থাকাই স্বাভাবিক। ইন্দোনেশিয়া আসিয়ানভুক্ত বৃহত্তম দেশ এবং মিয়ানমারও এ অর্থনৈতিক জোটের সদস্য। বলা যায় যে সব দেশ রোহিঙ্গা সমস্যার ব্যাপারে মিয়ানমারের ওপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করতে পারে ইন্দোনেশিয়া তার মধ্যে সামনের কাতারে। এ মানবিক সমস্যার সমাধানের ব্যাপারে ইন্দোনেশিয়া ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে এবং সে দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করে শরণার্থীদের দুঃখ দুর্দশা প্রত্যক্ষ করেছেন। ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতার বিষয়ে ইন্দোনেশিয়ায় যে সম্মেলন হচ্ছে তার থিম হলো শান্তিপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চল প্রতিষ্ঠায় সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। রোহিঙ্গা সমস্যা সহযোগিতার পরিবেশকে অনেকাংশে বিঘ্নিত করছে। বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র তৈরিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে রোহিঙ্গা সমস্যা। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সঙ্গে মিয়ানমারের সম্পর্কের টানাপড়েন সৃষ্টির ক্ষেত্রে এ সমস্যার যোগসূত্র রয়েছে। ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সহযোগিতার পরিবেশ নিশ্চিত করার স্বার্থেই রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সরকারের চণ্ডাল নীতির অবসান ঘটাতে হবে। রোহিঙ্গা সমস্যা নিঃসন্দেহে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাংলাদেশের মাথা ঘামানোর কিছু নেই। বাংলাদেশ শুধু চায় সে দেশ থেকে বাংলাদেশে শরণার্থী আসার ঘটনা আর না ঘটুক। যে পাঁচ লাখ শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা স্বদেশে ফিরে যাক। মিয়ানমারের জাতীয় ঐক্য এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে আঞ্চলিক শান্তির জন্য বিষফোঁড়া হিসেবে বিরাজমান রোহিঙ্গা সমস্যার সমাধানে তারা মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দেবে এমনটি কাম্য।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
রোহিঙ্গা সমস্যা
আঞ্চলিক শান্তির জন্য বিষফোঁড়া
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর