বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন রেল স্টেশন আবারও চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গতকাল থেকে পুনরায় চালু হয়েছে বন্ধ হয়ে যাওয়া ৬০টি রেল স্টেশন। আরও ১২৮টি রেল স্টেশন পর্যায়ক্রমে চালু করা হবে। প্রয়োজনীয় লোকবলের অভাবকে অজুহাত হিসেবে খাড়া করে গত এক যুগে বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের ১৮৮টি রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়। রেলমন্ত্রী মুজিবুল হক গত বৃহস্পতিবার নরসিংদীর ঘোড়াশালে উপস্থিত হয়ে ওই স্টেশনটিসহ দেশের ৬০টি রেল স্টেশন পুনঃ চালুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। স্মর্তব্য, ১৮৮টি রেল স্টেশন বন্ধের পেছনে লোকবলকে অজুহাত হিসেবে খাড়া করা হলেও এর পেছনে সড়ক পরিবহন মালিকদের অপপ্রভাব কাজ করেছে বলে ব্যাপকভাবে সন্দেহ করা হয়। রেল স্টেশনগুলো বন্ধ হয়ে যাওয়ায় এগুলোর জিনিসপত্রের একাংশ ইতিমধ্যে চুরি হয়ে গেছে। চুরি যাওয়া তালিকায় মূল্যবান যন্ত্রপাতিও রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশনগুলো পুনঃচালুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দফায় যে ৬০টি রেলস্টেশন চালু হচ্ছে তার মধ্যে ঢাকা বিভাগে ২১টি, চট্টগ্রাম বিভাগে ১২টি, পাকশির ২৩টি ও লালমনিরহাটের চারটি স্টেশন রয়েছে। বন্ধ হয়ে যাওয়া রেল স্টেশনগুলো চালু হওয়ায় লাখ লাখ মানুষ রেল যোগাযোগের সুফল ভোগ করতে পারবে। সড়কপথের ওপর চাপ কিছুটা হলেও কমবে। রেলওয়ের আয় বৃদ্ধির ক্ষেত্রেও এ সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব রাখবে বলে আশা করা হচ্ছে। তবে এ সুফল পেতে বন্ধ হয়ে যাওয়া রেল স্টেশন পুনঃ চালুর পাশাপাশি বিনা টিকিটে যাতায়াতের ফাঁকফোকর বন্ধেরও উদ্যোগ নিতে হবে। বিনা টিকিটে ভ্রমণের জন্য রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতি এবং দুর্নীতি অনেকাংশে দায়ী। উেকাচের বিনিময়ে যাত্রীদের বিনা টিকিটে যাতায়াতের যে সুযোগ তারা দিয়ে থাকেন তাতে লাগাম পরাতে হবে। সময়মতো ট্রেন ছাড়া এবং যাত্রাস্থলে পৌঁছানোর জন্যও নিতে হবে উদ্যোগ। বাংলাদেশ রেলওয়ে একটি জাতীয় সম্পদ, দেশের ১৬ কোটি মানুষ যার মালিক। তাদের এ সম্পত্তি নিয়ে দুর্নীতি ও হরিলুট যাতে না চলে সে বিষয়টিও নিশ্চিত করা দরকার।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর
ইতিবাচক সিদ্ধান্ত
রেলের দুর্নীতিও কমাতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর