ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা অনার্স চতুর্থ বছরের ফল প্রকাশের দাবিতে রবিবার রাজপথে নেমেছিলেন। যানজটের নগরীতে শিক্ষার্থীদের রাজপথে অবস্থান পুরো রাজধানীকে অচল নগরীতে পরিণত করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর শুরু হয় সংকট। পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবিতে গত জুলাইয়ে শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হয়। সে সময় পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের শেলে চোখ হারান তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। রবিবার শিক্ষার্থীরা যে দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন তা যে যৌক্তিক সন্দেহ নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল প্রকাশ পেয়েছে গত মে মাসেই। সাত কলেজের শিক্ষার্থীরা ফল প্রকাশ না হওয়ায় স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হতে পারছেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় এ বছরের ফেব্রুয়ারিতে। ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা। কিন্তু দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তার দ্বন্দ্বের কারণে এ সিদ্ধান্তের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে, দেশের সাত গুরুত্বপূর্ণ কলেজ নিজেদের হাতছাড়া হয়ে যাওয়ার ক্ষোভে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় তথ্য দিতে অসহযোগিতা করায় সংকটের শুরু। অন্যদিকে প্রায় ২ লাখ কলেজ শিক্ষার্থীর ব্যবস্থাপনার জন্য যে লোকবল দরকার তা এ মুহূর্তে না থাকায়ও জটিলতা সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্যের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ব্যক্তিগত সুসম্পর্কের ঘাটতি থাকায় সমস্যার জট খোলেনি গত আট মাসেও। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ায় অচিরেই বরফ গলবে এমনটিও আশা করা হচ্ছে। সাত কলেজের শিক্ষার্থীদের এ ব্যাপারে আশ্বস্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য। আমরা আশা করব সাত কলেজের শিক্ষার্থীদের স্বস্তি দিতে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নজর দেবে। এটি তাদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা