মশার উৎপাত থেকে কিছুতেই রক্ষা পাচ্ছে না রাজধানীর পৌনে দুই কোটি মানুষ। সন্দেহ নেই মশা শত বছর ধরেই রাজধানীবাসীর জন্য এক সাক্ষাৎ যন্ত্রণার নাম। মশার উৎপাত বন্ধে সাম্প্রতিককালে দুই সিটি করপোরেশনের তৎপরতা বাড়লেও সাফল্য সে অর্থে কম। বিশেষত ঢাকা উত্তর সিটি করপোরেশনে এ ক্ষুদ্র কীটের আগ্রাসন তুলনামূলকভাবে বেশি। চলতি বছর মশা নিধনে উত্তর ঢাকার বাজেট বরাদ্দ ২১ কোটি টাকা, দক্ষিণের ২৩ কোটি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মশার ওষুধ ছিটানোর মেশিন ৯৪০টি। এর মধ্যে আছে হস্তচালিত ¯েপ্রয়ার, ফগার ও হুইল ব্যারো মেশিন। তবে তাদের অর্ধেক মেশিনই প্রায় অচল। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মশা নিধনের মেশিন আছে ৬৫৩টি। সেখানেও নষ্ট প্রায় অর্ধেক। নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন মশার ওষুধ ছিটানোর জন্য পাঁচ-ছয়জন করে কর্মী নিযুক্ত আছে। তাদের দিনে দুবার ওষুধ ছিটানোর কথা থাকলেও নগরবাসী মশা নিধন কর্মীদের দেখতে পায় কালেভদ্রে। সিটি করপোরেশন কর্মকর্তাদের দাবি, বাসাবাড়ির আঙিনা, ফুলের টব, ছাদের বাগান, ভবনের চৌবাচ্চা, এসি-ফ্রিজ থেকে জমা পানিতে মশার বংশবিস্তার ঘটছে বেশি। ওইসব স্থানে মশককর্মীরা যেতে পারে না। কর্মীরা সঠিকভাবে মশক নিয়ন্ত্রণের কাজ করলেও নাগরিক সচেতনতার অভাবে প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না। নগরবাসী সচেতন হলে মশা নিধনে আরও বেশি সাফল্য অর্জিত হবে। দায় এড়ানোর ছলাকলার পাশাপাশি মশা নিধনের ওষুধের মান নিয়েও প্রশ্ন দীর্ঘদিনের। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে মানহীন ওষুধ সরবরাহের অভিযোগে একটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। মশা নিধনে সবচেয়ে আগে দরকার মশা উৎপাদনকারী ডোবা ও নালাগুলোকে নিয়ন্ত্রণে আনা। এ ক্ষেত্রে ব্যর্থতা থাকায় প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ের পরও সুফল নিশ্চিত হচ্ছে না। নাগরিক সচেতনতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাজধানী ও আশপাশের ব্যক্তি মালিকানাধীন ডোবানালাগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত হলে মশার প্রজনন প্রক্রিয়ায় আঘাত হানা সম্ভব হবে। মশার উৎপাত থেকে রক্ষা পেতে হলে এ বিষয়টি নিশ্চিত করা দরকার।
শিরোনাম
- ট্রাম্পের লক্ষ্য: আফগান-পাকিস্তান সংঘাত সমাধান হবে ‘নম্বর ৯’
- ওমানে নিহত সাত প্রবাসীর মরদেহ দেশে ফিরল
- অ্যাপল উন্মোচন করলো নতুন আইপ্যাড প্রো এম৫
- আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: অন্তত ১০ নিহত, যুদ্ধবিরতি ভঙ্গ
- ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান
- কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে : বিমান মন্ত্রণালয়
- ঢাকার ৪ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
- ভারতে ২৪ ট্রান্সজেন্ডার ব্যক্তির গণ-আত্মহত্যার চেষ্টা, নেপথ্যে যা...
- অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে দৃঢ় পদক্ষেপ : অন্তর্বর্তী সরকার
- নানা অনিয়মে বিএনপির সাত হাজার নেতা-কর্মী বহিষ্কার: মামুন মাহমুদ
- ফ্লাইট বিপর্যয়, চরম ভোগান্তিতে শত শত যাত্রী
- মোংলায় বিএনপির ৩১ দফা ও মাদকবিরোধী আলোচনা সভা
- রাঙামাটিতে ভারবোয়াচাপ বিহারে ২৯তম কঠিন চীবর দান সম্পন্ন
- উত্তরায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ হাজারেরও বেশি পুলিশ
- ‘এলডিপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়’
- মিরপুরের ধীরগতির পিচে জয় বাংলাদেশের
- বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে: তারেক রহমান
- জনগণের বিশ্বাস এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত : মির্জা ফখরুল
- সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন
মশার উৎপাত কমছে না
ডোবানালা পরিষ্কারের উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর