বড় ধরনের ভূমিকম্প হলে বিপন্ন হয়ে পড়বে রাজধানী ঢাকা। ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি ভয়াবহ অগ্নিকাণ্ডের আশঙ্কাও রয়েছে। মানুষের জীবন রক্ষায় এখন থেকেই ঢাকাকে আরও নিরাপদ করে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য অবাস্তব ধারণায় না ভুগে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন তারা। রাজধানীতে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট আয়োজিত ‘অগ্নিনিরাপত্তা ও জীবন সুরক্ষা নির্মিত ও নির্মিতব্য ভবনের জন্য করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা মানুষের জীবন রক্ষার জন্য দ্রুতই ঝুঁকিপূর্ণ ভবনগুলো না ভেঙে ঝুঁকিমুক্ত ও নিরাপদ করার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে যোগ্য পেশাজীবীদের দিয়ে যথাযথ উপায়ে ভবন নির্মাণ হচ্ছে কিনা তা তদারকি করানো এবং অগ্নিনিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাগুলোকে দুর্নীতিমুক্ত করার প্রস্তাবও দেন। সংবাদ সম্মেলনে নগর বিশেষজ্ঞরা বলেন, নির্মাণাধীন ভবনগুলোকে অকুপেনসি সার্টিফিকেট বা ব্যবহার সনদ ছাড়া পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া যাবে না। অগ্নিনিরাপত্তা ও জীবন সুরক্ষায় ভবন নির্মাণের ক্ষেত্রে নয়টি প্রস্তাব দেওয়া হয়েছে স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে। তাদের অভিযোগÑ রাজউক এলাকাসহ সারা দেশে স্থপতিদের স্বাক্ষর জাল করে নকশা অনুমোদনের বিষয়টি মহামারি আকার ধারণ করেছে। সংবাদ সম্মেলনে ঝুঁকিমুক্ত ভবন নির্মাণে রাজউক যথাযথ দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করেছেন নগর বিশেষজ্ঞরা। ভবনের ইনটেরিয়র ডিজাইনে যেসব নির্মাণসামগ্রী ব্যবহার করা হয় তা ফায়ার রেটিংসম্পন্ন কিনা তা তদারকি করারও দাবি জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, ভবন বৈধ বা অবৈধ কিনা তা বের করার আগে এসব ভবনে যারা বসবাস করেন তাদের বাঁচানোর ব্যবস্থা করতে হবে। ঢাকায় অন্তত ৪০ হাজার ভবন রয়েছে যা আইন ও বিধি মেনে নির্মিত হয়নি। এমন ভবনে যে লাখ লাখ মানুষ বসবাস করছে তাদের নিরাপত্তার ব্যাপারে ভাবতে হবে। ঢাকায় বড় ভূমিকম্প হলে মহানগরীতে আগুন ছড়িয়ে পড়তে পারে। গ্যাসলাইন বিস্ফোরণ ও বিদ্যুৎ লাইন থেকে স্পার্ক হলে ভয়াবহ বিপদ অনিবার্য হয়ে উঠতে পারে। সে বিপদ এড়াতে হলে ভবনগুলোর নিরাপত্তার দিকে নজর দিতে হবে। আগুন নেভানোর জন্য প্রতিটি ভবনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকতে হবে। ভবন নির্মাণে বিল্ডিং কোড যাতে পরিপূর্ণভাবে মেনে চলা হয় এবং সব ধরনের নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করা হয় তা নিশ্চিত করতে হবে।
শিরোনাম
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
ভূমিকম্পজনিত বিপদ
রাজধানীর ভবনগুলোকে ঝুঁকিমুক্ত করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর