বড় ধরনের ভূমিকম্প হলে বিপন্ন হয়ে পড়বে রাজধানী ঢাকা। ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি ভয়াবহ অগ্নিকাণ্ডের আশঙ্কাও রয়েছে। মানুষের জীবন রক্ষায় এখন থেকেই ঢাকাকে আরও নিরাপদ করে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য অবাস্তব ধারণায় না ভুগে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন তারা। রাজধানীতে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট আয়োজিত ‘অগ্নিনিরাপত্তা ও জীবন সুরক্ষা নির্মিত ও নির্মিতব্য ভবনের জন্য করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা মানুষের জীবন রক্ষার জন্য দ্রুতই ঝুঁকিপূর্ণ ভবনগুলো না ভেঙে ঝুঁকিমুক্ত ও নিরাপদ করার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে যোগ্য পেশাজীবীদের দিয়ে যথাযথ উপায়ে ভবন নির্মাণ হচ্ছে কিনা তা তদারকি করানো এবং অগ্নিনিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাগুলোকে দুর্নীতিমুক্ত করার প্রস্তাবও দেন। সংবাদ সম্মেলনে নগর বিশেষজ্ঞরা বলেন, নির্মাণাধীন ভবনগুলোকে অকুপেনসি সার্টিফিকেট বা ব্যবহার সনদ ছাড়া পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া যাবে না। অগ্নিনিরাপত্তা ও জীবন সুরক্ষায় ভবন নির্মাণের ক্ষেত্রে নয়টি প্রস্তাব দেওয়া হয়েছে স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে। তাদের অভিযোগÑ রাজউক এলাকাসহ সারা দেশে স্থপতিদের স্বাক্ষর জাল করে নকশা অনুমোদনের বিষয়টি মহামারি আকার ধারণ করেছে। সংবাদ সম্মেলনে ঝুঁকিমুক্ত ভবন নির্মাণে রাজউক যথাযথ দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করেছেন নগর বিশেষজ্ঞরা। ভবনের ইনটেরিয়র ডিজাইনে যেসব নির্মাণসামগ্রী ব্যবহার করা হয় তা ফায়ার রেটিংসম্পন্ন কিনা তা তদারকি করারও দাবি জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, ভবন বৈধ বা অবৈধ কিনা তা বের করার আগে এসব ভবনে যারা বসবাস করেন তাদের বাঁচানোর ব্যবস্থা করতে হবে। ঢাকায় অন্তত ৪০ হাজার ভবন রয়েছে যা আইন ও বিধি মেনে নির্মিত হয়নি। এমন ভবনে যে লাখ লাখ মানুষ বসবাস করছে তাদের নিরাপত্তার ব্যাপারে ভাবতে হবে। ঢাকায় বড় ভূমিকম্প হলে মহানগরীতে আগুন ছড়িয়ে পড়তে পারে। গ্যাসলাইন বিস্ফোরণ ও বিদ্যুৎ লাইন থেকে স্পার্ক হলে ভয়াবহ বিপদ অনিবার্য হয়ে উঠতে পারে। সে বিপদ এড়াতে হলে ভবনগুলোর নিরাপত্তার দিকে নজর দিতে হবে। আগুন নেভানোর জন্য প্রতিটি ভবনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকতে হবে। ভবন নির্মাণে বিল্ডিং কোড যাতে পরিপূর্ণভাবে মেনে চলা হয় এবং সব ধরনের নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করা হয় তা নিশ্চিত করতে হবে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
ভূমিকম্পজনিত বিপদ
রাজধানীর ভবনগুলোকে ঝুঁকিমুক্ত করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর