পণ্যের বাজার এখন ফড়িয়াদের হাতে। কৃষক নন, খুচরা বিক্রেতারা নন, মধ্যস্বত্বভোগী ফড়িয়ারাই সবজির বাজার নিয়ন্ত্রণ করছেন। উৎপাদন এলাকায় যে দামে সবজি বিক্রি হচ্ছে রাজধানীতে ক্রেতা পর্যন্ত পৌঁছতে দ্বিগুণ তো বটেই কোনো কোনো ক্ষেত্রে তিন গুণ অর্থও গুনতে হচ্ছে। সরকারের এত প্রতিশ্রুতির পরও পিয়াজের দাম কমছে না। বিদেশ থেকে যে পিয়াজ আমদানি হচ্ছে তা চলে যাচ্ছে টিসিবির হাতে। টিসিবির কর্মকর্তা-কর্মচারীদের হাতে তা বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে। এ পিয়াজের সিংহভাগ চলে যাচ্ছে কালোবাজারে- এমন অভিযোগ ওপেন সিক্রেট। বাকি অংশ বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দরে। লাইন দিয়ে পিয়াজ কেনার প্রক্রিয়ায় সাধারণ মানুষের লাভ হচ্ছে না। আমদানিকারকদের কাছ থেকে সরাসরি ব্যবসায়ীদের কাছে পিয়াজ বিক্রির ব্যবস্থা করা হলে এই নিত্যপণ্যের দাম যে সহনীয় পর্যায়ে আসত তা সহজেই অনুমেয়। পণ্য বিতরণ-ব্যবস্থায় ত্রুটি থাকায় সাধারণ ক্রেতারা ঠকছেন। আর কৃষকের ঠকার বিষয়টি তো নিয়তির লিখনে পরিণত হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড়, খরায় কৃষকের ফসলহানি হলে অনাহার-অর্ধাহার তাদের জন্য অনিবার্য হয়ে ওঠে। উৎপাদন বেশি হলেও লাভের বদলে লোকসানের ভাগী হতে হয় কৃষককে। ধানের ন্যায্যমূল্য কৃষক পাচ্ছে না কয়েক বছর ধরে। সরকার ধান ওঠার মৌসুমে যে ধান-চাল সংগ্রহ করে তার সুফল ভোগ করেন চালকল মালিকরা। পিয়াজ ও আলু ওঠার মৌসুমে যে দামে এ দুটি পণ্য বিক্রি হয় তাতে উৎপাদন খরচ ওঠানো কঠিন হয়ে পড়ে। ফলে সুযোগ থাকা সত্ত্বেও কৃষক পিয়াজ উৎপাদনে উৎসাহী হন না। চাহিদার এক তৃতীয়াংশ পিয়াজ আমদানি হয় ভারত থেকে। এ বছর ভারতে বন্যার কারণে পিয়াজ উৎপাদন মার খাওয়ায় বাংলাদেশে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। নিত্যপণ্য বিশেষত পিয়াজসহ সব ধরনের সবজি ও ধান-চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে হলে ফড়িয়াদের আধিপত্য থামাতে হবে। উৎপাদন মৌসুমে কৃষক যাতে কৃষিপণ্য সংরক্ষণ করতে পারেন সেই সুবিধা সৃষ্টি করতে হবে। চাল ও পিয়াজের সংকট এড়াতে হলে কৃষকবান্ধব বিপণন-ব্যবস্থা গড়ে তোলা দরকার।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ফড়িয়াদের দখলে বাজার
এ নৈরাজ্যের অবসান ঘটুক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর