পণ্যের বাজার এখন ফড়িয়াদের হাতে। কৃষক নন, খুচরা বিক্রেতারা নন, মধ্যস্বত্বভোগী ফড়িয়ারাই সবজির বাজার নিয়ন্ত্রণ করছেন। উৎপাদন এলাকায় যে দামে সবজি বিক্রি হচ্ছে রাজধানীতে ক্রেতা পর্যন্ত পৌঁছতে দ্বিগুণ তো বটেই কোনো কোনো ক্ষেত্রে তিন গুণ অর্থও গুনতে হচ্ছে। সরকারের এত প্রতিশ্রুতির পরও পিয়াজের দাম কমছে না। বিদেশ থেকে যে পিয়াজ আমদানি হচ্ছে তা চলে যাচ্ছে টিসিবির হাতে। টিসিবির কর্মকর্তা-কর্মচারীদের হাতে তা বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে। এ পিয়াজের সিংহভাগ চলে যাচ্ছে কালোবাজারে- এমন অভিযোগ ওপেন সিক্রেট। বাকি অংশ বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দরে। লাইন দিয়ে পিয়াজ কেনার প্রক্রিয়ায় সাধারণ মানুষের লাভ হচ্ছে না। আমদানিকারকদের কাছ থেকে সরাসরি ব্যবসায়ীদের কাছে পিয়াজ বিক্রির ব্যবস্থা করা হলে এই নিত্যপণ্যের দাম যে সহনীয় পর্যায়ে আসত তা সহজেই অনুমেয়। পণ্য বিতরণ-ব্যবস্থায় ত্রুটি থাকায় সাধারণ ক্রেতারা ঠকছেন। আর কৃষকের ঠকার বিষয়টি তো নিয়তির লিখনে পরিণত হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড়, খরায় কৃষকের ফসলহানি হলে অনাহার-অর্ধাহার তাদের জন্য অনিবার্য হয়ে ওঠে। উৎপাদন বেশি হলেও লাভের বদলে লোকসানের ভাগী হতে হয় কৃষককে। ধানের ন্যায্যমূল্য কৃষক পাচ্ছে না কয়েক বছর ধরে। সরকার ধান ওঠার মৌসুমে যে ধান-চাল সংগ্রহ করে তার সুফল ভোগ করেন চালকল মালিকরা। পিয়াজ ও আলু ওঠার মৌসুমে যে দামে এ দুটি পণ্য বিক্রি হয় তাতে উৎপাদন খরচ ওঠানো কঠিন হয়ে পড়ে। ফলে সুযোগ থাকা সত্ত্বেও কৃষক পিয়াজ উৎপাদনে উৎসাহী হন না। চাহিদার এক তৃতীয়াংশ পিয়াজ আমদানি হয় ভারত থেকে। এ বছর ভারতে বন্যার কারণে পিয়াজ উৎপাদন মার খাওয়ায় বাংলাদেশে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। নিত্যপণ্য বিশেষত পিয়াজসহ সব ধরনের সবজি ও ধান-চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে হলে ফড়িয়াদের আধিপত্য থামাতে হবে। উৎপাদন মৌসুমে কৃষক যাতে কৃষিপণ্য সংরক্ষণ করতে পারেন সেই সুবিধা সৃষ্টি করতে হবে। চাল ও পিয়াজের সংকট এড়াতে হলে কৃষকবান্ধব বিপণন-ব্যবস্থা গড়ে তোলা দরকার।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ