সড়ক নৈরাজ্যের জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) দায় সবচেয়ে বেশি- এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। বলা হয়, পকেট ভরা ছাড়া এ প্রতিষ্ঠানের পিয়ন থেকে কর্মকর্তাদের আর কোনো কাজ নেই। ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্তির ক্ষেত্রে যে বিষয়টি ওপেন সিক্রেট তা হলো টাকা না দিলে লাইসেন্স পাওয়া ব্যাঙের সর্দিজ্বর হওয়ার মতোই অসম্ভব। শত যোগ্যতার অধিকারী হলেও আটকে দেওয়া হয় অজুহাত তুলে। আর টাকা দিলে গাড়ি স্টার্ট কীভাবে দিতে হয় তা জানা না থাকলেও লাইসেন্স পেতে কষ্ট হয় না। লাইসেন্সপ্রত্যাশীদের দিনের পর দিন ঘোরানো আর হয়রানি বিআরটিএ নামের প্রতিষ্ঠানের মজ্জাগত ব্যাপার। ফলে অনেক দক্ষ চালকও হয়রানির ভয়ে কিংবা উৎকোচের টাকা জোগাড় করতে না পেরে সময়মতো লাইসেন্স করেননি। আর সিদ্ধান্তের অভাবে ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে লাইসেন্স প্রিন্টের কাজ। এতে আটকে রয়েছে লক্ষাধিক গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স। সড়ক আইন কঠোর হওয়ায় লাইসেন্স-গ্রহীতাদের আবেদনের সংখ্যা বাড়ছে স্পুটনিক গতিতে। নিয়ম অনুযায়ী লাইসেন্স পাওয়ার জন্য বিআরটিএতে পরীক্ষা দিতে হয়। এরপর ছবি ও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অস্থায়ী রোড পারমিট দেয় কর্তৃপক্ষ। এরপর বিআরটিএর দেওয়া নির্দিষ্ট তারিখে গেলে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। কিন্তু স্মার্টকার্ড না দিয়ে দফায় দফায় শুধু বাড়ানো হচ্ছে অস্থায়ী রোড পারমিটের মেয়াদ। রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ের লাইসেন্স শাখায় প্রতিদিনই অসংখ্য আবেদনকারীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ২০১১ সালের ১৭ অক্টোবর থেকে ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের প্রবণতা রোধে ইলেকট্রনিক চিপযুক্ত ডিজিটাল স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স চালু করা হয়। চালুর পর থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত মোট ৩৪ লাখ ১২ হাজার ৫৩৮টি স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়েছে। এই অর্থবছরে আর কোনো স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়নি। প্রিন্টিং প্রক্রিয়ার অনুমোদন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে আসায় এ জটিলতা তৈরি হয়েছে। স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে সময় ক্ষেপণ শুরু হয়েছে তা অমার্জনীয় বললে কম বলা হবে। দ্রুতই এ হয়রানির ইতি ঘটবে- আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স
টালবাহানার অবসান হোক
প্রিন্ট ভার্সন
