সড়ক নৈরাজ্যের জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) দায় সবচেয়ে বেশি- এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। বলা হয়, পকেট ভরা ছাড়া এ প্রতিষ্ঠানের পিয়ন থেকে কর্মকর্তাদের আর কোনো কাজ নেই। ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্তির ক্ষেত্রে যে বিষয়টি ওপেন সিক্রেট তা হলো টাকা না দিলে লাইসেন্স পাওয়া ব্যাঙের সর্দিজ্বর হওয়ার মতোই অসম্ভব। শত যোগ্যতার অধিকারী হলেও আটকে দেওয়া হয় অজুহাত তুলে। আর টাকা দিলে গাড়ি স্টার্ট কীভাবে দিতে হয় তা জানা না থাকলেও লাইসেন্স পেতে কষ্ট হয় না। লাইসেন্সপ্রত্যাশীদের দিনের পর দিন ঘোরানো আর হয়রানি বিআরটিএ নামের প্রতিষ্ঠানের মজ্জাগত ব্যাপার। ফলে অনেক দক্ষ চালকও হয়রানির ভয়ে কিংবা উৎকোচের টাকা জোগাড় করতে না পেরে সময়মতো লাইসেন্স করেননি। আর সিদ্ধান্তের অভাবে ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে লাইসেন্স প্রিন্টের কাজ। এতে আটকে রয়েছে লক্ষাধিক গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স। সড়ক আইন কঠোর হওয়ায় লাইসেন্স-গ্রহীতাদের আবেদনের সংখ্যা বাড়ছে স্পুটনিক গতিতে। নিয়ম অনুযায়ী লাইসেন্স পাওয়ার জন্য বিআরটিএতে পরীক্ষা দিতে হয়। এরপর ছবি ও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অস্থায়ী রোড পারমিট দেয় কর্তৃপক্ষ। এরপর বিআরটিএর দেওয়া নির্দিষ্ট তারিখে গেলে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। কিন্তু স্মার্টকার্ড না দিয়ে দফায় দফায় শুধু বাড়ানো হচ্ছে অস্থায়ী রোড পারমিটের মেয়াদ। রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ের লাইসেন্স শাখায় প্রতিদিনই অসংখ্য আবেদনকারীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ২০১১ সালের ১৭ অক্টোবর থেকে ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের প্রবণতা রোধে ইলেকট্রনিক চিপযুক্ত ডিজিটাল স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স চালু করা হয়। চালুর পর থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত মোট ৩৪ লাখ ১২ হাজার ৫৩৮টি স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়েছে। এই অর্থবছরে আর কোনো স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়নি। প্রিন্টিং প্রক্রিয়ার অনুমোদন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে আসায় এ জটিলতা তৈরি হয়েছে। স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে সময় ক্ষেপণ শুরু হয়েছে তা অমার্জনীয় বললে কম বলা হবে। দ্রুতই এ হয়রানির ইতি ঘটবে- আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স
টালবাহানার অবসান হোক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর