করোনাভাইরাসের কারণে সারা দেশে কার্যত অঘোষিত লকডাউন চলছে। খোদ রাজধানীতে রাজপথে জরুরি সেবা খাত ছাড়া কোনো যানবাহন চলছে না। সামাজিক সংস্পর্শে করোনাভাইরাস যাতে না ছড়ায় তা নিশ্চিত করতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সরকারপ্রধানের পক্ষ থেকে। সবাই যাতে নিরাপদে থাকার নির্দেশনা মেনে চলেন তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন দেশজুড়ে। ফলে রাজধানী শুধু নয়, দেশের সব মহানগর ও জেলা শহরের সড়ক এখন যানবাহনশূন্য। খাদ্য ও ওষুধের দোকান খোলা থাকলেও ক্রেতাশূন্য। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অকারণ ঘোরাঘুরি এবং আড্ডার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন। স্বাধীনতা দিবস থেকে ১০ দিনের সাধারণ ছুটিতে রাজধানী এখন নীরব, নিস্তব্ধ। বাস, ট্রেন, লঞ্চ ও আকাশপথে যোগাযোগ বন্ধ হওয়ার আগে অনেকে ঢাকা ছাড়তে পারলেও যারা রাজধানীতে রয়ে গেছেন তারা এখন ‘ঘরবন্দী’। স্বাধীনতা দিবসের আগে বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতিকে যুদ্ধের সঙ্গে তুলনা করে সবাইকে ঘরে থেকে এ যুদ্ধ জয়ের আহ্বান জানিয়েছিলেন। রাস্তায় মানুষের ‘অহেতুক’ ঘোরাঘুরি বন্ধে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রয়োজনে রাস্তায় বের হলেই পড়তে হচ্ছে পুলিশের সামনে। কান ধরে উঠবোসও করতে হয়েছে বিনা কারণে রাস্তায় বের হওয়ার অপরাধে। রাজধানীর রাজপথ-অলিগলি হয়ে পড়েছে প্রায় জনশূন্য। নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা ছাড়া পারতপক্ষে মানুষ রাস্তায় বের হচ্ছে না। বৈশ্বিক মহামারী রূপ পাওয়া কভিড-১৯ প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন ঘোষণার পর বাংলাদেশে এর সংক্রমণ এড়াতে আগেই বন্ধ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এর পরও আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় মানুষ যাতে ঘরে অবস্থানের সুযোগ পায় তা নিশ্চিত করতে টানা ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিদিন কয়েক হাজার কোটি টাকার উৎপাদন ক্ষতি মেনে নেওয়া হচ্ছে মানুষের জীবন সুরক্ষার জন্য। করোনাভাইরাসের বিরুদ্ধে দেশবাসীর এ যুদ্ধে জয়ী হওয়ার ওপর নিজেদের অস্তিত্ব যেহেতু নির্ভরশীল, সেহেতু সামাজিক সংস্পর্শ থেকে দূরে থাকার নির্দেশনা পালনে কারোরই হেলাফেলা থাকা উচিত নয়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
অঘোষিত লকডাউন
স্বাস্থ্য নির্দেশনা পালনে হেলাফেলা নয়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর