করোনাবিরোধী লড়াইয়ে বুধবার শাহাদাতবরণ করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। করোনায় মৃত্যুবরণকারী এই চিকিৎসক সাধারণ মানুষের কাছে মানবিক ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালেও রোগী দেখতেন তিনি। প্রতিদিন শত শত মানুষকে সেবা দিতেন নিবেদিতপ্রাণ এই চিকিৎসক। সপ্তাহে এক দিন ছুটে যেতেন গ্রামের বাড়িতে গ্রামবাসীকে বিনামূল্যে চিকিৎসা দিতে। এহেন নিবেদিতপ্রাণ চিকিৎসক নিজে যখন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেন, তখন তার সামনে হাজির হলো অবিশ্বাস্য এক বাস্তবতা। এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় গিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার প্রবল আকুতি ছিল তার। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স দূরে থাক, একটি ‘আইসিইউ অ্যাম্বুলেন্সও’ কপালে জোটেনি মঈনের! শেষ পর্যন্ত রূঢ় বাস্তবতায় আফসোসকে সঙ্গী করে নিজে অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় আসেন। বুধবার ভোর সাড়ে ৪টায় তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দেশে কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম চিকিৎসক তিনি। বুধবারই তার লাশ গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে নিয়ে দাফন করা হয়। ডা. মঈনের স্ত্রীও একজন চিকিৎসক। এ দম্পতির এক ছেলে আর এক মেয়ে আছে। মরণব্যাধি করোনা বাংলাদেশে ছোবল হানার পর অনেক চিকিৎসকই ব্যক্তিগত নিরাপত্তার কথা ভেবে নিজেকে গুটিয়ে নেন। বন্ধ করে দেন রোগী দেখা। স্বার্থপরতায় আটকে থাকেননি ডা. মঈন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নিজেকে ঘরের মধ্যে বন্দী করে কোয়ারেন্টাইনে থাকা শুরু করেন। তার শরীরের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ঢাকার আইইডিসিআরে। ৫ এপ্রিল জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত তিনি। ৭ এপ্রিল শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ওই সময় এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় গিয়ে ভেনটিলেশনসহ করোনায় পর্যাপ্ত চিকিৎসার সুযোগ আছে এমন হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন। কিন্তু তার সেই প্রত্যাশা পূরণ হয়নি। করোনাভাইরাসে একজন নিবেদিতপ্রাণ চিকিৎসকের অসহায় মৃত্যু দুর্ভাগ্যজনক। তার মৃত্যু দেশের চিকিৎসাব্যবস্থার সীমাবদ্ধতাকে তুলে ধরেছে; যা কাটিয়ে উঠতে সব চেষ্টা হবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার