বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতিবদ্ধ ভূমিকার কথা আবারও সুস্পষ্টভাবে উচ্চারিত হয়েছে রাজধানীতে অনুষ্ঠিত ‘আর্মি চিফস কনক্লেভ’ শীর্ষক এক বহুজাতিক সেমিনারে। সেমিনারে বলা হয়েছে, বৈশ্বিক মহামারীর ফলে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় চ্যালেঞ্জ বেড়ে গেছে। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে শান্তিরক্ষীদের সক্ষমতা বাড়াতে হবে। সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সামরিক বাহিনীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিশ্বশান্তি রক্ষায় উন্নত প্রযুক্তির ব্যবহার, পর্যাপ্ত লজিস্টিকস সহায়তা এবং শান্তিরক্ষা কার্যক্রমের বাজেট বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে ‘ফিউচার ট্রেন্ড অব গ্লোবাল কনফ্লিক্ট : রোল অব ইউএন পিস কিপারস’ শীর্ষক কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এতে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে, ভুটান সেনাবাহিনীর ডেপুটি চিফ অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল দরজি রিনচেন, ফোর্স কমান্ডার ইউএন মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি লে. জেনারেল ডেনিস জিলেনসপোরে এবং ফোর্স কমান্ডার ইউএন মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন দ্য সেন্ট্রাল আফ্রিকান রিজিয়ন লে. জেনারেল সিদকি ড্যানিয়েল ত্রাওর অংশ নেন। বাংলাদেশ সেনাবাহিনী এখন জাতিসংঘ শান্তি কার্যক্রমের একটি অপরিহার্য নাম। জাতিসংঘ শান্তিবাহিনীতে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের অংশগ্রহণ শীর্ষ পর্যায়ে। বিশ্বব্যাপী স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারবদ্ধ অবস্থান নিশ্চিত করেছে জাতিসংঘ শান্তি কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ব্যাপকসংখ্যক সদস্যের অংশগ্রহণের ঘটনায়। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও তা অবদান রাখছে। আমরা আশা করব আর্মি চিফস কনক্লেভ শীর্ষক সেমিনারের অভিজ্ঞতা বিশ্বের সংঘাতপূর্ণ এলাকায় শান্তি রক্ষার জুতসই কৌশল নির্ধারণে অবদান রাখবে। সংঘাত এড়িয়ে কীভাবে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সমঝোতার পথে আনা যায় উদ্ভাবনে পথ দেখাবে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা