বাংলাদেশের অর্থনীতিতে কৃষিকে পয়মন্ত খাত হিসেবে বিবেচনা করা হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও পাকিস্তানি দুঃশাসনে কৃষক নির্মম শোষণের শিকার হয়েছে। ব্রিটিশ আমলে দুর্ভিক্ষে মারা গেছে অখ- বাংলার এক তৃতীয়াংশ মানুষ। কৃষক দলনের কারণেই ব্যাহত হয়েছিল ধানসহ খাদ্য উৎপাদন। পাকিস্তান আমলেও অর্ধাহার-অনাহার ছিল বাঙালির নিয়তি। স্বাধীনতার পর দেশ গঠনে বঙ্গবন্ধু কৃষকবান্ধব নীতি গ্রহণ করেন। জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি উন্নীত হয় তাঁর সময়ে। তার পরও ১৯৭৪ সালের ভয়াবহ বন্যা ডেকে আনে বিপর্যয়। আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয় বাংলাদেশ। খাদ্যাভাবে কষ্ট পায় লাখ লাখ মানুষ। বঙ্গবন্ধুকে হত্যার পর অনুসৃত হয় কৃষককে উপেক্ষা করার ভুল নীতি। ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দায়িত্ব হাতে নেওয়ার পর কৃষিবান্ধব নীতি অনুসৃত হয়। কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টিভি ভাষণে প্রধানমন্ত্রী তাঁর সরকারের কৃষিবান্ধব নীতির কথা উল্লেখ করে বলেছেন, আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখন থেকে কৃষকের আর কোনো কষ্ট করতে হয়নি। কৃষিব্যাংকের মাধ্যমে বর্গাচাষিদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। সারের দাম যা বিএনপি সরকার আমলে ৯০ টাকা ছিল তা ১২ টাকায় নামিয়ে আনা হয়েছে। গবেষণার মাধ্যমে উন্নত বীজ উৎপাদন ও সে বীজ সরবরাহ করা হচ্ছে। কৃষিকে যান্ত্রিকীকরণ, যা জাতির পিতার লক্ষ্য ছিল সে লক্ষ্য কার্যকরে সরকার ৭০ ভাগের ওপর ভর্তুকি দিচ্ছে। উন্নতমানের বীজ সরবরাহ, প্রতিটি কৃষি-উপকরণ কৃষকের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে সেচকাজে কৃষক যে বিদ্যুৎ ব্যবহার করে সেখানে সরকার ভর্তুকি দিচ্ছে এবং কৃষকের বিদ্যুৎ সরবরাহ যাতে নিশ্চিত হয় তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে সেচকাজে সোলার প্যানেল ব্যবহারও শুরু হয়েছে। করোনাকালে শিল্পোৎপাদন মার খেলেও ১৭ কোটি মানুষকে খাদ্য উৎপাদন করে বাঁচিয়ে রেখেছেন কৃষক। তাদের প্রতি জাতির কৃতজ্ঞই থাকা উচিত।
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
কৃষিভিত্তিক অর্থনীতি
জাতিকে এগিয়ে নেবে সামনের দিকে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর