করোনাভাইরাস প্রতিরোধের টিকা নিয়ে যে গভীর সংকটে পড়েছিল বাংলাদেশ তা কাটতে শুরু করেছে। চীনের কাছ থেকে কেনা দেড় কোটি টিকার ৫০ লাখ যে কোনো সময় দেশে পৌঁছাবে। সপ্তাহখানিক পর আসবে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫ লাখ টিকা। শনিবার টুইটারের টুইটে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জানিয়েছেন মার্কিন জনগণ গ্যাভির মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ করোনার টিকা দিচ্ছে। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। দেশে মজুত চীনের সিনোফার্মের ১১ লাখ ডোজ পাবে শিক্ষার্থীরা। প্রথমে মেডিকেল শিক্ষার্থীদের এরপর পাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। চীনের সিনোফার্মের সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী টিকার দামও পরিশোধ করা হয়েছে। চীন থেকে ইতিপূর্বে উপহারের টিকা যেভাবে বিমান বাহিনীর মাধ্যমে আনা হয়েছে ক্রয়কৃত টিকাও সেভাবেই আসবে। চুক্তি অনুসারে প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা দেবে চীন। বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা লিমিটেড প্রাথমিকভাবে এক কোটি ডোজ টিকা রাশিয়া থেকে আমদানির প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে অত্যাধুনিক কারখানায় কভিড-১৯ প্রতিরোধী রুশ টিকা উৎপাদনের প্রস্তাবও দিয়েছে। বাংলাদেশ টিকা সংগ্রহের সিদ্ধান্ত নেয় ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে। কথা ছিল দেড় কোটি ডোজ টিকা দেবে তারা। জানুয়ারি মাস থেকে প্রতি মাসে ৫০ লাখ টিকা বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু ৭০ লাখ টিকা সরবরাহের পর যুক্তরাষ্ট্র কাঁচামাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিলে এবং ভারতে করোনাভাইরাস আক্রান্তের হার ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় সে দেশের সরকার টিকা রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ভারত থেকে টিকা আসবে কি আসবে না তা নিশ্চিত নয়। চীন এবং যুক্তরাষ্ট্র থেকে টিকার চালান এলে এ সংক্রান্ত সংকট মোচন হবে। রাশিয়া থেকে টিকা কেনা এবং দেশে রুশ টিকা উৎপাদন শুরু করা গেলে এ সংক্রান্ত অনিশ্চয়তার অবসান ঘটবে বলে আশা করা যায়।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
করোনার টিকা সংগ্রহ
অনিশ্চয়তার অবসান স্বস্তিদায়ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর