করোনাভাইরাস সংক্রমণের কারণে স্থবির থাকা জীবনযাত্রা পুরোমাত্রায় চালু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া কিছুই খুলতে আর বাকি নেই। দেশের অর্থনৈতিক অবস্থা ও সামগ্রিক জীবনযাত্রার কথা বিবেচনা করে সবকিছু খুলে দেওয়ার হয়তো বিকল্প ছিল না। কিন্তু স্বাস্থ্যবিধি মানার বিষয়টি যেভাবে ঢিলেঢালা হয়ে পড়েছে তা উদ্বেগজনক। করোনায় মৃত্যু ও সরকারি হিসাবে আক্রান্ত কিছুটা কমে আসায় সবার মধ্যে এক ধরনের স্বস্তিভাব লক্ষ্য করা যাচ্ছে। এ স্বস্তির মধ্যে ব্যাপকভাবে সংক্রমণের আশঙ্কা দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ সরকারি অফিস-আদালতে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হচ্ছে না। এসব অফিসে মাস্ক পরার বিষয়টি অনেকটা নিশ্চিত হলেও সাবান-পানিতে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে দেখা গেছে শিথিলতা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রায় শতভাগই করোনার টিকা নিয়েছেন এজন্য কিছুটা হলেও করোনা আতঙ্ক কেটেছে তাদের। ফলে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে শিথিলতা অস্বাভাবিক নয়। করোনার প্রথম ঢেউয়ের সময় সচিবালয়ের প্রবেশমুখে হ্যান্ড থারমাল স্ক্যানারে প্রবেশকারীদের শরীরের তাপমাত্রা মাপা হতো। মন্ত্রণালয়গুলোর প্রবেশমুখে পায়ের জুতা জীবাণুমুক্ত করার ট্রে রাখা হতো। প্রতিটি দফতরের প্রবেশমুখে তাপমাত্রা মাপার যন্ত্র ছিল। ছিল হ্যান্ড স্যানিটাইজারসহ হাত ধোয়ার সাবান-পানির ব্যবস্থা। কর্মকর্তাদের টেবিলে টেবিলে থাকত হ্যান্ড স্যানিটাইজার। এখন দৃশ্য পাল্টে যাচ্ছে। ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ চলায় উচ্চ আদালতে অনেকটাই স্বাস্থ্যবিধি নিশ্চিত হচ্ছে। কথা ছিল জীবনযাত্রা স্বাভাবিক হবে, এর পাশাপাশি স্বাস্থ্যবিধিও মানতে হবে। গ্রামাঞ্চলে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার শুরুতেও কম ছিল, এখন তো প্রায় উঠেই গেছে। জনগণ স্বাস্থ্যবিধি মেনে না চললে বাংলাদেশে সংক্রমণ পরিস্থিতি তীব্র হতে পারে। আসুন আমরা সবাই সচেতন হই। এ পরিস্থিতিতে নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের দায়িত্ব অনেক। তারা ছাড়াও নাগরিকসমাজের প্রতিনিধি, শিক্ষকসহ গ্রহণযোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করে স্বাস্থ্যবিধি মানতে মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করা যেতে পারে।
শিরোনাম
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
স্বাস্থ্যবিধি
সচেতনতা বাড়াতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর