নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের পথে হাঁটছে সরকার। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়া অনুমোদন করাও হয়েছে। সংবিধানে কমিশন গঠনে আইন প্রণয়নের কথা বলা হলেও এযাবৎ সে পথে যায়নি কোনো সরকার। প্রচলিত প্রবচনের মতো কাজির গরু কিতাবে থাকলেও গোয়ালে না থাকার বিড়ম্বনায় ভুগেছে দেশ প্রায় অর্ধশতাব্দী। সংবিধানে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের যে তাগিদ দেওয়া হয়েছে তা বাস্তবায়নে নতুন কমিশন নিয়োগের শেষ উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সার্চ কমিটি রেখেই ইসি গঠনে আইন প্রণয়নের খসড়া তৈরি করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের অনুসৃত পদ্ধতি আইনি রূপ পাবে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার কারা হতে পারবেন আর কারা হতে পারবেন না তা খসড়া আইনে উল্লেখ করা হয়েছে। যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে- তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স কমপক্ষে ৫০ বছর হতে হবে। কোনো গুরুত্বপূর্ণ সরকারি, আধাসরকারি বা বেসরকারি বা বিচারবিভাগীয় পদে কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কেউ প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার হতে পারবেন। অযোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে- আদালতের মাধ্যমে কেউ অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষিত, দেউলিয়া ঘোষণার পর দেউলিয়া অবস্থা থেকে মুক্ত না হলে, অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করলে, নৈতিক স্খলন এবং সে ক্ষেত্রে যদি ফৌজদারি অপরাধে কমপক্ষে দুই বছর কারাদন্ডে দন্ডিত হন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দন্ডিত হলে, রাষ্ট্রীয় পদে থাকলে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হতে পারবেন না। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণীত হলে সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ হবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এ বিষয়ে আইন প্রণয়নের তাগিদ ছিল। তবে আইনের আওতায় নির্বাচন কমিশন গঠন হলেই দেশে ভোটের সংস্কৃতি ফিরে আসবে, নির্বাচন নিয়ে বিতর্কের ইতি ঘটবে তা ভাবার সুযোগ নেই। এ বিষয়ে নির্বাচনে প্রার্থী, সরকার, অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনকে অঙ্গীকারবদ্ধ ভূমিকা পালন করতে হবে। যার গুরুত্ব এ-সংক্রান্ত আইনের চেয়েও বেশি।
শিরোনাম
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নির্বাচন কমিশন আইন
সব পক্ষের সদিচ্ছা বেশি গুরুত্বপূর্ণ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর