নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের পথে হাঁটছে সরকার। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়া অনুমোদন করাও হয়েছে। সংবিধানে কমিশন গঠনে আইন প্রণয়নের কথা বলা হলেও এযাবৎ সে পথে যায়নি কোনো সরকার। প্রচলিত প্রবচনের মতো কাজির গরু কিতাবে থাকলেও গোয়ালে না থাকার বিড়ম্বনায় ভুগেছে দেশ প্রায় অর্ধশতাব্দী। সংবিধানে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের যে তাগিদ দেওয়া হয়েছে তা বাস্তবায়নে নতুন কমিশন নিয়োগের শেষ উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সার্চ কমিটি রেখেই ইসি গঠনে আইন প্রণয়নের খসড়া তৈরি করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের অনুসৃত পদ্ধতি আইনি রূপ পাবে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার কারা হতে পারবেন আর কারা হতে পারবেন না তা খসড়া আইনে উল্লেখ করা হয়েছে। যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে- তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স কমপক্ষে ৫০ বছর হতে হবে। কোনো গুরুত্বপূর্ণ সরকারি, আধাসরকারি বা বেসরকারি বা বিচারবিভাগীয় পদে কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কেউ প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার হতে পারবেন। অযোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে- আদালতের মাধ্যমে কেউ অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষিত, দেউলিয়া ঘোষণার পর দেউলিয়া অবস্থা থেকে মুক্ত না হলে, অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করলে, নৈতিক স্খলন এবং সে ক্ষেত্রে যদি ফৌজদারি অপরাধে কমপক্ষে দুই বছর কারাদন্ডে দন্ডিত হন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দন্ডিত হলে, রাষ্ট্রীয় পদে থাকলে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হতে পারবেন না। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণীত হলে সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ হবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এ বিষয়ে আইন প্রণয়নের তাগিদ ছিল। তবে আইনের আওতায় নির্বাচন কমিশন গঠন হলেই দেশে ভোটের সংস্কৃতি ফিরে আসবে, নির্বাচন নিয়ে বিতর্কের ইতি ঘটবে তা ভাবার সুযোগ নেই। এ বিষয়ে নির্বাচনে প্রার্থী, সরকার, অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনকে অঙ্গীকারবদ্ধ ভূমিকা পালন করতে হবে। যার গুরুত্ব এ-সংক্রান্ত আইনের চেয়েও বেশি।
শিরোনাম
- আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ পাচারকারী গ্রেফতার, পিকআপ জব্দ
- সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে: মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ
- কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
- জনগণকে যারা বাদ দিয়েছে, তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন : খোকন
- রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী
- ৫০০ মিটার সেতুর অভাবে তিন জেলার মানুষের ভোগান্তি
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
নির্বাচন কমিশন আইন
সব পক্ষের সদিচ্ছা বেশি গুরুত্বপূর্ণ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর