শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

ভ্যাটিকান সিটি

রহস্যঘেরা ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। আয়তন মাত্র ১২১ একর। ইতালির রাজধানী রোম শহরের মধ্যে ভ্যাটিকান সিটির অবস্থান। এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একই সঙ্গে প্রভাবশালী রাষ্ট্র এটি। কারণ দুনিয়ার বেশির ভাগ দেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত রয়েছেন। যুগ যুগ ধরেই মানুষের আগ্রহ আর রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভ্যাটিকান সিটি। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র এই দেশের রয়েছে নিজস্ব সংবিধান, ডাকব্যবস্থা, সিলমোহর, পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক। ভ্যাটিকানের নিজস্ব নিরাপত্তারক্ষী আছে। নাম ‘পটেনশিয়াল সুইস আর্মি’। সদস্যসংখ্যা মাত্র ১৩৫। ভ্যাটিকান শহরের জনসংখ্যা বর্তমানে ১ হাজার। অপরাধের দেশ বলে থাকেন অনেকে ভ্যাটিকান সিটিকে। জনসংখ্যার তুলনায় এখানে অপরাধ অনেক বেশি সংঘটিত হয়, তাই। ২০০৬ সালে দেশটির জনসংখ্যা ছিল ৪৯২। আর একই সঙ্গে রেজিস্ট্রিকৃত অপরাধকর্মের সংখ্যা ৮২৭। মানে প্রত্যেক নাগরিক ১.৬৮টি অপরাধের সঙ্গে জড়িত বলে হিসাব বলছে। ওয়াইন আসক্ত ভ্যাটিকান সিটি। শীর্ষ পাঁচটি ওয়াইন আসক্ত দেশের একটি বলা হয় দেশটিকে। বাকি চারটি হলো অ্যান্ডোরা, ক্রয়েশিয়া, স্লোভেনিয়া ও ফ্রান্স। প্রতি বছর একজন প্রাপ্তবয়স্ক মানুষ দেশটিতে কমপক্ষে ৫৪.২৬ লিটার ওয়াইন পান করেন। এ দেশেই বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র রেলওয়ে অবস্থিত। মাত্র ৩০০ মিটার রেললাইনবিশিষ্ট এ রেলওয়ের নাম সিটা ডেল ভ্যাটিক্যানো। তবে কোনো যাত্রী নেওয়া হয় না। মূলত মালামাল আনা-নেওয়ায় রেলওয়েটি ব্যবহৃত হয়। ভ্যাটিকানে চাইলেই কেউ বিবাহবিচ্ছেদ করতে পারবেন না। কারণ বিচ্ছেদের আপিল করলেও কোনোটাই আমলে নেওয়া হয় না। এমন আজব নিয়ম আর আছে কেবল ফিলিপাইনে। এমনকি নিজস্ব ইউরো ব্যবস্থা চালু রয়েছে দেশটিতে। ২০০০ সালে ইতালির সঙ্গে ভ্যাটিকানও ইউরো মুদ্রাব্যবস্থা গ্রহণ করেছে। তবে ভ্যাটিকানের ইউরো একটু আলাদা।                                        

জাফর খান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর