করোনা ও রুশ-ইউক্রেন সংঘাতের ফলশ্রুতিতে দুনিয়াজুড়ে অর্থনৈতিক মন্দা থাবা বিস্তার করলেও বাংলাদেশে বিদায়ী অর্থবছরে বিদেশি বিনিয়োগ বেড়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার। স্থানীয় মুদ্রায় যা প্রায় ১১ হাজার কোটি টাকা। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ দশমিক ৬৫ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে নিট বিদেশি বিনিয়োগ ছিল ১২৭ কোটি ডলার। ২০২০-২১ অর্থবছরে তা বেড়ে ১৭৭ কোটি ডলারে উন্নীত হয়েছে। চলমান প্রবৃদ্ধির ধারাবাহিকতা থাকলে নিট এফডিআই ২০০ কোটি মার্কিন ডলারের কাছাকাছি যেতে পারে। শুধু যে নিট এফডিআই বেড়েছে তাই নয়, নতুন নতুন বিনিয়োগ প্রস্তাবও আসছে দেশে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত চীন ও কোরিয়া থেকে সর্বোচ্চ বিনিয়োগ প্রস্তাব এসেছে। এ ছাড়া তুরস্ক ও ইতালির উদ্যোক্তারাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। বাংলাদেশে বিনিয়োগের দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে প্রধান উন্নয়ন সহযোগী চীন। ২০২১ ও ২০২২ সালে ৭৭০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ এসেছে চীন থেকে। দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা এ ক্ষেত্রে দ্বিতীয়। তাদের কাছ থেকে ১৬১ মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। তুরস্ক ও ইতালির দিক থেকেও এসেছে উল্লেখযোগ্য বিনিয়োগ প্রস্তাব। ইতালি বাংলাদেশি তৈরি পোশাকের অন্যতম বাজার। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে জার্মানির পরই ইতালিতে বাংলাদেশি পোশাক বেশি রপ্তানি হয়। পোশাক তৈরির ইতালীয় যন্ত্রপাতির আমদানিকারক বাংলাদেশ। যে কারণে পোশাক সংশ্লিষ্ট শিল্পে দেশটি বিনিয়োগে আগ্রহী। অন্যদিকে তুরস্কও বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রায় সহযোগী হতে চায়। বিশ্ব মন্দার সময় বিদেশি বিনিয়োগ বৃদ্ধি একটি সুখবর। কর্মসংস্থানের জন্যও তা আশীর্বাদ বলে বিবেচিত হবে।
শিরোনাম
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব