করোনা ও রুশ-ইউক্রেন সংঘাতের ফলশ্রুতিতে দুনিয়াজুড়ে অর্থনৈতিক মন্দা থাবা বিস্তার করলেও বাংলাদেশে বিদায়ী অর্থবছরে বিদেশি বিনিয়োগ বেড়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার। স্থানীয় মুদ্রায় যা প্রায় ১১ হাজার কোটি টাকা। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ দশমিক ৬৫ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে নিট বিদেশি বিনিয়োগ ছিল ১২৭ কোটি ডলার। ২০২০-২১ অর্থবছরে তা বেড়ে ১৭৭ কোটি ডলারে উন্নীত হয়েছে। চলমান প্রবৃদ্ধির ধারাবাহিকতা থাকলে নিট এফডিআই ২০০ কোটি মার্কিন ডলারের কাছাকাছি যেতে পারে। শুধু যে নিট এফডিআই বেড়েছে তাই নয়, নতুন নতুন বিনিয়োগ প্রস্তাবও আসছে দেশে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত চীন ও কোরিয়া থেকে সর্বোচ্চ বিনিয়োগ প্রস্তাব এসেছে। এ ছাড়া তুরস্ক ও ইতালির উদ্যোক্তারাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। বাংলাদেশে বিনিয়োগের দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে প্রধান উন্নয়ন সহযোগী চীন। ২০২১ ও ২০২২ সালে ৭৭০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ এসেছে চীন থেকে। দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা এ ক্ষেত্রে দ্বিতীয়। তাদের কাছ থেকে ১৬১ মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। তুরস্ক ও ইতালির দিক থেকেও এসেছে উল্লেখযোগ্য বিনিয়োগ প্রস্তাব। ইতালি বাংলাদেশি তৈরি পোশাকের অন্যতম বাজার। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে জার্মানির পরই ইতালিতে বাংলাদেশি পোশাক বেশি রপ্তানি হয়। পোশাক তৈরির ইতালীয় যন্ত্রপাতির আমদানিকারক বাংলাদেশ। যে কারণে পোশাক সংশ্লিষ্ট শিল্পে দেশটি বিনিয়োগে আগ্রহী। অন্যদিকে তুরস্কও বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রায় সহযোগী হতে চায়। বিশ্ব মন্দার সময় বিদেশি বিনিয়োগ বৃদ্ধি একটি সুখবর। কর্মসংস্থানের জন্যও তা আশীর্বাদ বলে বিবেচিত হবে।
শিরোনাম
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭