বৃষ্টি হলেই ডুবছে খুলনা মহানগরী। অপরিকল্পিত নগরায়ণ, খাল-জলাশয় ভরাট এ অবস্থার জন্য দায়ী- এমন অভিযোগ নগরবাসীর। ভৈরব, রূপসা-ময়ূরী বিধৌত নগরী খুলনা। এই তিন নদ-নদী খুলনা মহানগরীর প্রাণ বলেও পরিচিত। কিন্তু দখল ও দূষণের শিকার হয়ে এগুলো অস্তিত্ব হারাতে বসেছে। নদ-নদীতে অবাধে বর্জ্য ফেলার পরিণামে ভরাট হয়ে যাচ্ছে প্রাণবন্ত তিনটি জলাশয়। পানি ধারণক্ষমতা কমে যাওয়ায় বৃষ্টির পানি নদ-নদীতে নামতে পারছে না। গত বুধবার রাত ৩টা থেকে বৃষ্টি শুরুর এক ঘণ্টার মধ্যেই খুলনার গোবরচাকা, নবীনগর, সোনাডাঙ্গা প্রথম ফেজ, নিরালা প্রান্তিকা ও মুজগুন্নি আবাসিকের অধিকাংশ বাড়িঘরে পানি উঠতে শুরু করে। গতকাল বিকাল ৪টা পর্যন্ত ১৪ ঘণ্টার ব্যবধানেও মুজগুন্নি, গোবরচাকা, নবীনগর ও তালিমুল মিল্লাত মাদরাসা এলাকার বাড়িঘর, মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে ছিল। এতে এসব এলাকার মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশ্লেষকরা বলছেন, নগরীর বৃষ্টির পানি নদীতে নামায় খালগুলো দখলসহ ধীরগতিতে ড্রেন-সড়ক সংস্কার কাজে ভোগান্তি বাড়ছে। খুলনায় বৃষ্টি হলেই নগরীর বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক। সর্বশেষ জলাবদ্ধতায় জিম্মি হয়ে পড়েছিল কয়েক লাখ মানুষ। খুলনার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ৮২৩ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও ধীরগতিতে প্রকল্প বাস্তবায়নের কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। এ অবস্থার ইতি ঘটাতে প্রকল্পটির দ্রুত বাস্তবায়ন, খুলনা মহানগরীর তিন নদ-নদী, খাল দখলমুক্ত এবং খননের উদ্যোগ নিতে হবে। কোনোভাবেই পানি নিষ্কাশনের পথ যাতে বন্ধ না হয়, খুলনা সিটি করপোরেশনকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। অপরিকল্পিত নগরায়ণের ইতি ঘটাতেও নিতে হবে নানামুখী উদ্যোগ।
শিরোনাম
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
খুলনায় জলাবদ্ধতা
নদ-নদী-খাল দখলমুক্ত করুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর