চাঁদাবাজদের অভয়ারণ্য হয়ে পড়েছে বাংলাদেশ। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে চাঁদাবাজি নেই। বলা যায় গুটিকয়েক ক্ষমতাধর ছাড়া দেশের ১৮ কোটি মানুষই তাদের কাছে জিম্মি। পরিবহন সেক্টর, নির্মাণ খাত, ক্ষুদ্র ব্যবসা, ফুটপাত কিংবা আইনি সহায়তা- চাহিদামতো বখরা না দিলে কোথাও মেলে না কাক্সিক্ষত কিছু। রাজধানী থেকে মফস্বল শহর সর্বত্রই ঘরবাড়ি নির্মাণ করতে গেলেই বিভিন্ন ছাত্র-যুব সংগঠনকে দিতে হয় অর্থ। অপারগতা প্রকাশ করলেই দাবি ওঠে ইট, বালু, সিমেন্ট সাপ্লাইয়ের। শান্তিতে নেই সরকারি কাজের ঠিকাদাররাও। কাজ নিতে ও বাস্তবায়ন করতে তাদের গুনতে হচ্ছে ২ থেকে ২০ শতাংশ কমিশন। আবার চাঁদা বা ঘুষ না দিলে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় অর্থের সরবরাহ। এর বাইরে সাম্প্রতিক বছরগুলোয় বেড়ে গেছে নামে-বেনামে চাঁদাবাজি। উৎসবকেন্দ্রিক চাঁদায় রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠছেন গার্মেন্টস ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাতের ব্যবসায়ীরা। না দিলেই শুরু হয় নানা হয়রানি। গার্মেন্টসে ঝুট ব্যবসার নামে চাঁদাবাজির হুমকি থাকে বারো মাস। অভিযোগ করেও কোনো লাভ হয় না। নানা কারণে রাজনৈতিক নেতা-কর্মীদেরও দিতে হয় অর্থ। এসব বিষয়ে অনেকে র্যাব-পুলিশে লিখিত ও মৌখিক প্রতিদিনই অভিযোগ করে চলেছেন। সাম্প্রতিক সময়ে চাঁদা না দিলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে অরক্ষিত জায়গাজমি দখলের অভিযোগও বাড়ছে। রাজধানীর ফুটপাতে ব্যবসা করছেন তিন লাখ হকার। সেখান থেকে বছরে চাঁদা উঠছে ২ হাজার ১৯০ কোটি টাকা। ফুটপাতে একজন হকারকে এলাকাভেদে ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। চাঁদাবাজির কারণেই প্রতিটি নিত্যপণ্যের দাম বাড়ছে অবধারিতভাবে। কারণ পণ্যবাহী প্রতিটি ট্রাক থেকে শত শত টাকা আদায় করে কখনো পুলিশ, কখনো পরিবহন শ্রমিক সংগঠনের চাঁদাবাজরা। দেশবাসীকে স্বস্তি দিতে হলে চাঁদাবাজদের নখর ভাঙতে হবে শক্তভাবে। আর দেরি না করেই।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা