দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হাজার হাজার একর জমি উধাও হয়ে গেছে। রাজধানী থেকে প্রত্যন্ত এলাকায় চলছে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি লোপাটের ঘটনা। বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল তো বটেই মাদরাসা নামের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের জমিও গিলে খাচ্ছে প্রভাবশালী নামের দস্যুরা। খোদ রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপুল জমি বেদখল হয়ে আছে যুগ যুগ ধরে, তা দেখারও কেউ নেই। রাজধানীতে স্কুল-কলেজ এমনকি প্রাথমিক বিদ্যালয়ের জমি বেদখলের ঘটনাও কম নয়। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী গত বছরের মার্চ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যেসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে তার মধ্যে ৮৬৯ একর জমি বেহাত হওয়ার প্রমাণ মিলেছে। এসবের মধ্যে স্কুল-কলেজের জমি রয়েছে ৫৭৬ একর আর কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের জমি ২৯৩ একর। বোদ্ধাজনদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য যে জিনিস সবার আগে প্রয়োজন তা হচ্ছে জমি। নির্ধারিত পরিমাণ কাম্য জমি না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতিও পাওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের জমি বেহাত হয়ে যাচ্ছে, কেউ কেউ বিক্রি করে দিচ্ছেন। এগুলো খুব খারাপ দৃষ্টান্ত। এ অনিয়মগুলো বন্ধের জন্য সরকারের কাছে সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হলে অনেক অনিয়মই কমে যাবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে। বাংলাদেশে জমিজমা বেদখলের ঘটনা অহরহ ঘটছে এবং এটি আমাদের সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। দুনিয়ার কোনো সভ্য দেশে একজনের জমি অন্য কারোর অপদখলের সুযোগ নেই বললেই চলে। কিন্তু আমাদের দেশে ব্যক্তিমালিকানাধীন জমি অপদখল অতি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। মসজিদ মন্দিরের মতো স্পর্শকাতর জমি বেদখলের ঘটনাও অসংখ্য। শিক্ষাপ্রতিষ্ঠানের জমি অপদখলের ঘটনা সমাজের দেউলিয়া অবস্থাই কার্যত তুলে ধরছে। এ ব্যাপারে প্রশাসন কঠোর হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার