দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হাজার হাজার একর জমি উধাও হয়ে গেছে। রাজধানী থেকে প্রত্যন্ত এলাকায় চলছে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি লোপাটের ঘটনা। বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল তো বটেই মাদরাসা নামের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের জমিও গিলে খাচ্ছে প্রভাবশালী নামের দস্যুরা। খোদ রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপুল জমি বেদখল হয়ে আছে যুগ যুগ ধরে, তা দেখারও কেউ নেই। রাজধানীতে স্কুল-কলেজ এমনকি প্রাথমিক বিদ্যালয়ের জমি বেদখলের ঘটনাও কম নয়। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী গত বছরের মার্চ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যেসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে তার মধ্যে ৮৬৯ একর জমি বেহাত হওয়ার প্রমাণ মিলেছে। এসবের মধ্যে স্কুল-কলেজের জমি রয়েছে ৫৭৬ একর আর কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের জমি ২৯৩ একর। বোদ্ধাজনদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য যে জিনিস সবার আগে প্রয়োজন তা হচ্ছে জমি। নির্ধারিত পরিমাণ কাম্য জমি না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতিও পাওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের জমি বেহাত হয়ে যাচ্ছে, কেউ কেউ বিক্রি করে দিচ্ছেন। এগুলো খুব খারাপ দৃষ্টান্ত। এ অনিয়মগুলো বন্ধের জন্য সরকারের কাছে সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হলে অনেক অনিয়মই কমে যাবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে। বাংলাদেশে জমিজমা বেদখলের ঘটনা অহরহ ঘটছে এবং এটি আমাদের সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। দুনিয়ার কোনো সভ্য দেশে একজনের জমি অন্য কারোর অপদখলের সুযোগ নেই বললেই চলে। কিন্তু আমাদের দেশে ব্যক্তিমালিকানাধীন জমি অপদখল অতি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। মসজিদ মন্দিরের মতো স্পর্শকাতর জমি বেদখলের ঘটনাও অসংখ্য। শিক্ষাপ্রতিষ্ঠানের জমি অপদখলের ঘটনা সমাজের দেউলিয়া অবস্থাই কার্যত তুলে ধরছে। এ ব্যাপারে প্রশাসন কঠোর হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের