বিশ্ববাসীর জন্য সাক্ষাৎ অভিশাপ হিসেবে আবির্ভূত হয়েছিল করোনাভাইরাস। ভয়াবহ এ ভাইরাস মহামারি হিসেবে ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। কয়েক কোটি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে এমন মানুষের সংখ্যা খাতা-কলমে ২০ লাখের বেশি। তবে সাধারণভাবে মনে করা হয় এ সংখ্যা ৩ কোটির বেশি হতে পারে। কারণ নমুনা পরীক্ষায় শনাক্ত হলেই কাউকে করোনায় আক্রান্ত বলে ধরা হয়। দেশে করোনায় আক্রান্তের ক্ষুদ্র একটি অংশকেই নমুনা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে। দেশে করোনার থাবা গত কয়েক মাসে নিয়ন্ত্রণাধীন থাকলেও এ নিয়ে শুরু হয়েছে নতুনভাবে আতঙ্ক। সাত দিন করোনায় কোনো মৃত্যু না থাকলেও শনিবার চট্টগ্রামে এক নারীর মৃত্যু হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, করোনার নতুন ধরন বিএফ.৭ তা-ব শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে। ওমিক্রনের চেয়ে এটি চার গুণ বেশি সংক্রামক। ভাইরাসটির কারণে চীনসহ ইউরোপের শীতপ্রধান দেশগুলোয় আবারও আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা সংক্রমণ। এ পরিস্থিতিতে বাংলাদেশের সব প্রবেশপথে স্ক্রিনিং বাড়ানোর এবং বন্দরগুলোয় র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করে আইসোলেশনে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রস্তুত রাখতে বলা হয়েছে হাসপাতালগুলোকে। বিশেষজ্ঞদের মতে, করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭-কে বলা হয় আর.১৮, অর্থাৎ একজন থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। নতুন ভ্যারিয়েন্টটির ভয়ানক দিক হচ্ছে এটার ইনকিউবিশন পিরিয়ড অনেক কম। খুব কম সময়ের মধ্যে যে-কোনো মানুষ এতে আক্রান্ত হতে পারে এবং এটি অনেক বেশিসংখ্যক মানুষকে দ্রুত সংক্রমিত করতে পারে। এটার উপসর্গ অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই। করোনার নতুন ধরন ভারতেও শনাক্ত হয়েছে। বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে চীনে। ফলে বাংলাদেশের জন্যও তা হুমকি হয়ে উঠেছে। করোনার এ নতুন ধরনটি থেকে রক্ষা পেতে সবারই উচিত দ্রুত টিকা নেওয়া। কোনোভাবেই বিপজ্জনক এ ভাইরাস উপেক্ষা না করা।
শিরোনাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
- যুক্তরাষ্ট্রে মেয়র-গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ করে না জার্মান দূতাবাস
- অ্যাশেজ সিরিজ : অস্ট্রেলিয়ার স্কোয়াডে চমক ওয়েদারল্ড
- আর কোনও ইউরোপীয় দেশে হামলা করবে না রাশিয়া: আলবেনিয়ার প্রধানমন্ত্রী
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি চলছে
- বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
- চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ
- আমরা নির্বাচনে জোট করব না: জামায়াত আমির
- অনলাইনে জুয়া খেললেই কমবে ইন্টারনেটের গতি, বন্ধ হবে এমএফএস
- ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও মিত্ররা ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’
- ট্রটকে ধরে রাখতে চাইছে না আফগানিস্তান
- পারিবারিক গল্পের সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’
- ইসিবির ২ বছরের চুক্তিতে স্টোকস, আরও আছেন যারা
করোনার হুমকি
টিকা নেওয়ার ক্ষেত্রে অবহেলা নয়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর