বিশ্ববাসীর জন্য সাক্ষাৎ অভিশাপ হিসেবে আবির্ভূত হয়েছিল করোনাভাইরাস। ভয়াবহ এ ভাইরাস মহামারি হিসেবে ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। কয়েক কোটি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে এমন মানুষের সংখ্যা খাতা-কলমে ২০ লাখের বেশি। তবে সাধারণভাবে মনে করা হয় এ সংখ্যা ৩ কোটির বেশি হতে পারে। কারণ নমুনা পরীক্ষায় শনাক্ত হলেই কাউকে করোনায় আক্রান্ত বলে ধরা হয়। দেশে করোনায় আক্রান্তের ক্ষুদ্র একটি অংশকেই নমুনা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে। দেশে করোনার থাবা গত কয়েক মাসে নিয়ন্ত্রণাধীন থাকলেও এ নিয়ে শুরু হয়েছে নতুনভাবে আতঙ্ক। সাত দিন করোনায় কোনো মৃত্যু না থাকলেও শনিবার চট্টগ্রামে এক নারীর মৃত্যু হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, করোনার নতুন ধরন বিএফ.৭ তা-ব শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে। ওমিক্রনের চেয়ে এটি চার গুণ বেশি সংক্রামক। ভাইরাসটির কারণে চীনসহ ইউরোপের শীতপ্রধান দেশগুলোয় আবারও আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা সংক্রমণ। এ পরিস্থিতিতে বাংলাদেশের সব প্রবেশপথে স্ক্রিনিং বাড়ানোর এবং বন্দরগুলোয় র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করে আইসোলেশনে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রস্তুত রাখতে বলা হয়েছে হাসপাতালগুলোকে। বিশেষজ্ঞদের মতে, করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭-কে বলা হয় আর.১৮, অর্থাৎ একজন থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। নতুন ভ্যারিয়েন্টটির ভয়ানক দিক হচ্ছে এটার ইনকিউবিশন পিরিয়ড অনেক কম। খুব কম সময়ের মধ্যে যে-কোনো মানুষ এতে আক্রান্ত হতে পারে এবং এটি অনেক বেশিসংখ্যক মানুষকে দ্রুত সংক্রমিত করতে পারে। এটার উপসর্গ অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই। করোনার নতুন ধরন ভারতেও শনাক্ত হয়েছে। বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে চীনে। ফলে বাংলাদেশের জন্যও তা হুমকি হয়ে উঠেছে। করোনার এ নতুন ধরনটি থেকে রক্ষা পেতে সবারই উচিত দ্রুত টিকা নেওয়া। কোনোভাবেই বিপজ্জনক এ ভাইরাস উপেক্ষা না করা।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা