ব্যাংক থেকে ঋণ নিয়ে লোপাট করা একশ্রেণির লুটেরা ব্যবসায়ীর মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। এ ব্যাপারে সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্যসহ প্রভাবশালী কিছু ব্যাংক কর্মকর্তা। বরাদ্দকৃত ঋণের ৫ বা ১০ শতাংশ তারা পান উপহার হিসেবে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে চট্টগ্রামের ব্যবসায়ীরা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় চট্টগ্রামের ৫৫ ব্যবসা প্রতিষ্ঠানের খেলাপি ঋণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। ঋণের ২০ হাজার কোটি টাকা মেরে বিদেশে পাড়ি জমিয়েছেন অন্তত ৩৩ ব্যবসায়ী। টাকা ফেরত না দেওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে ব্যাংকপাড়ায়। পরিচালক-উদ্যোক্তাদের সঙ্গে ঋণগ্রহীতাদের সম্পর্ক থাকায় ঋণ দিতে বাধ্য হন এমন অজুহাত তুলেছেন ব্যাংক কর্মকর্তারা। ফলে এসব ঋণ দেওয়ার ক্ষেত্রে যথাযথ নিয়মনীতি অনুসরণ করেন না তারা। এভাবে ঋণ নিয়ে অনেকেই আত্মসাৎ করে ব্যাংকগুলোকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। অর্থ আদায়ে তারা ঋণদাতা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়েছেন তাদের ক্ষেত্রে এ উদ্যোগ যে কাজে আসবে না তা একটি ওপেন সিক্রেট। ঋণ নিয়ে বিপুলসংখ্যক ব্যবসায়ী দেশ ত্যাগ করায় ঋণ উদ্ধারে ব্যাংক কর্মকর্তাদের এখন প্রতিদিন আদালতে দৌড়াতে হচ্ছে। ব্যাংকের টাকা জনগণের আমানত। তাই এ টাকা উদ্ধারে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। ব্যাংকাররা ঋণের জন্য পরিচালকদের ওপর দায় চাপালেও যথাযথ নিয়মনীতি না মেনে ঋণ দেওয়ার দায় তারা কিছুতেই এড়াতে পারেন না। ব্যাংকাররা নিজেরা সৎ থাকলে নিয়মনীতি না মেনে শত শত কোটি টাকা ঋণ দেওয়ার বিষয়টি রোধ করা যেত। প্রতিটি বড় ঋণের ক্ষেত্রে শুধু পরিচালনা পর্ষদের সদস্য নয় ব্যাংকারদের পকেটও যে স্ফীত হয় এটি একটি সর্বজন জ্ঞাত বিষয়। ফলে খেলাপি ঋণের ক্ষেত্রে ব্যাংকারদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা