ব্যাংক থেকে ঋণ নিয়ে লোপাট করা একশ্রেণির লুটেরা ব্যবসায়ীর মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। এ ব্যাপারে সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্যসহ প্রভাবশালী কিছু ব্যাংক কর্মকর্তা। বরাদ্দকৃত ঋণের ৫ বা ১০ শতাংশ তারা পান উপহার হিসেবে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে চট্টগ্রামের ব্যবসায়ীরা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় চট্টগ্রামের ৫৫ ব্যবসা প্রতিষ্ঠানের খেলাপি ঋণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। ঋণের ২০ হাজার কোটি টাকা মেরে বিদেশে পাড়ি জমিয়েছেন অন্তত ৩৩ ব্যবসায়ী। টাকা ফেরত না দেওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে ব্যাংকপাড়ায়। পরিচালক-উদ্যোক্তাদের সঙ্গে ঋণগ্রহীতাদের সম্পর্ক থাকায় ঋণ দিতে বাধ্য হন এমন অজুহাত তুলেছেন ব্যাংক কর্মকর্তারা। ফলে এসব ঋণ দেওয়ার ক্ষেত্রে যথাযথ নিয়মনীতি অনুসরণ করেন না তারা। এভাবে ঋণ নিয়ে অনেকেই আত্মসাৎ করে ব্যাংকগুলোকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। অর্থ আদায়ে তারা ঋণদাতা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়েছেন তাদের ক্ষেত্রে এ উদ্যোগ যে কাজে আসবে না তা একটি ওপেন সিক্রেট। ঋণ নিয়ে বিপুলসংখ্যক ব্যবসায়ী দেশ ত্যাগ করায় ঋণ উদ্ধারে ব্যাংক কর্মকর্তাদের এখন প্রতিদিন আদালতে দৌড়াতে হচ্ছে। ব্যাংকের টাকা জনগণের আমানত। তাই এ টাকা উদ্ধারে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। ব্যাংকাররা ঋণের জন্য পরিচালকদের ওপর দায় চাপালেও যথাযথ নিয়মনীতি না মেনে ঋণ দেওয়ার দায় তারা কিছুতেই এড়াতে পারেন না। ব্যাংকাররা নিজেরা সৎ থাকলে নিয়মনীতি না মেনে শত শত কোটি টাকা ঋণ দেওয়ার বিষয়টি রোধ করা যেত। প্রতিটি বড় ঋণের ক্ষেত্রে শুধু পরিচালনা পর্ষদের সদস্য নয় ব্যাংকারদের পকেটও যে স্ফীত হয় এটি একটি সর্বজন জ্ঞাত বিষয়। ফলে খেলাপি ঋণের ক্ষেত্রে ব্যাংকারদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে।
শিরোনাম
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা