রাজশাহীতে পানির অভাবে হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। উজানে পানি প্রত্যাহারে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পানির সংকটে চাষাবাদ বিঘিœত হচ্ছে। খাবার পানির জন্য মানুষ ছোটাছুটি করছে এক গ্রাম থেকে অন্য গ্রামে। কয়েক বছর ধরে রাজশাহীতে পানির সংকট বেড়েই চলছে। এ অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানির সংকট জটিল আকার ধারণ করছে। এতে দৈনন্দিন ব্যবহার্য পানিসহ সেচের পানি নিয়ে ভাবনার মাত্রা আরও বাড়ছে। রাজশাহীর বাঘা উপজেলায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। বিশুদ্ধ খাবার পানি নিয়ে মানুষ দুর্ভোগে পড়েছে। রাজশাহীর তানোর উপজেলার মু-ুমালা পৌরসভার মাহালিপাড়া গ্রামে পৌরসভা ও স্থানীয় প্রশাসন ৭০০ ফুট পর্যন্ত বোরিং করেও পানির স্তর পায়নি। যা নিয়ে উদ্বিগ্ন তারাও। এলাকার অধিকাংশ নলকূপে পানি উঠছে না। তানোরসহ সংলগ্ন এলাকায় আগে থেকেই শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দিত। এবার সে সংকট তীব্র হয়েছে। চারঘাট উপজেলায়ও পানির সংকট দেখা দিয়েছে। পৌরসভার সরবরাহ লাইনের পানি দিয়ে নাগরিকদের প্রয়োজন মিটছে না। ফলে অনেকে পানির অভাব পূরণে বিকল্প পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। বাংলাদেশকে বলা হয় নদ-নদীর দেশ। কিন্তু উজানে পানি প্রত্যাহার, নদ-নদী ভরাট ও অপদখল, অকল্পিতভাবে বাঁধ নির্মাণ ইত্যাদি কারণে পানি সংকট অনিবার্য হয়ে উঠছে। গত অর্ধ শতাব্দীতে দেশ থেকে শতাধিক নদী অস্তিত্ব হারিয়েছে। নদ-নদী খনন না করায় শুষ্ক মৌসুমে বেশির ভাগ নদী পানিশূন্য হয়ে পড়ছে। ধানসহ ফসল উৎপাদনে ভূগর্ভস্থ পানির ব্যাপক ব্যবহারে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। যা অব্যাহত থাকলে রাজশাহীসহ দেশের উত্তরাঞ্চলে মরুকরণ প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। এ বিপদ এড়াতে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনতে হবে। নদ-নদী জলাশয়ে পানি সংরক্ষণে নিতে হবে কার্যকর ব্যবস্থা।
শিরোনাম
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
পানির স্তর নামছে
সচেতন হতে হবে এখনই
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর