করোনাকালের অবসান ঘটেছে গত বৃহস্পতিবার থেকে। করোনাভাইরাস বা কভিড-১৯ নামের চোখে দেখা যায় না এমন এক ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাস মানব জাতির জন্য ভয়ংকর হুমকি সৃষ্টি করেছিল তিন বছর আগে। করোনা মহামারিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় এখন আর স্বাস্থ্য জরুরি অবস্থা দীর্ঘ করার প্রয়োজন নেই। মহামারি করোনার প্রকোপ বিশ্বজুড়ে অনেকটাই কমে এসেছে। শঙ্কার মেঘ অনেকটাই কেটে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, করোনায় অন্তত ৭০ লাখ মানুষ মারা গেছেন। সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুসের মতে, করোনায় প্রকৃত মৃতের সংখ্যা ২ কোটির কাছাকাছি, যা আনুষ্ঠানিক হিসাবের চেয়ে প্রায় তিন গুণ বেশি। করোনার কাল বা ভয়াবহতার সময় এখনো শেষ হয়ে যায়নি। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বৈঠকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জরুরি অবস্থা তুলে নেওয়া এ কভিড-১৯ এর বিরুদ্ধে মানুষের লড়াইয়ের অগ্রগতির একটি চিহ্ন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, জরুরি অবস্থা আর না থাকলেও করোনা কিন্তু একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে না। এটি থেকেই যাবে। সোজা কথায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বোঝাতে চেয়েছে করোনার জন্য সারা বিশ্বে ঘোষিত স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা তুলে নিলেও এই ভাইরাস সম্পর্কে সতর্ক থাকতে হবে। তবে আশার কথা এতটুকু করোনাভাইরাস বা কভিড-১৯ ভয়ংকর বাঘ হয়ে থাবা বিস্তার করলেও সে ইতোমধ্যে কাগুজে বাঘে পরিণত হয়েছে। আগের মতো বিপর্যয়ের ক্ষমতা তার নেই। জরুরি অবস্থা উঠে গেলেও মানব জাতিকে সাবধান থাকতে হবে ভবিষ্যতে যাতে আর কোনো ভাইরাস মানুষের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে। করোনাভাইরাস শুধু দুই কোটি মানুষের জীবনই কেড়ে নেয়নি, কোটি কোটি মানুষকে কর্মহীন করেছে। চলতি বিশ্বমন্দার জন্যও তা অনেকাংশে দায়ী।
শিরোনাম
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
করোনাকালের অবসান
তারপরও সতর্ক থাকা জরুরি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর