করোনাকালের অবসান ঘটেছে গত বৃহস্পতিবার থেকে। করোনাভাইরাস বা কভিড-১৯ নামের চোখে দেখা যায় না এমন এক ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাস মানব জাতির জন্য ভয়ংকর হুমকি সৃষ্টি করেছিল তিন বছর আগে। করোনা মহামারিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় এখন আর স্বাস্থ্য জরুরি অবস্থা দীর্ঘ করার প্রয়োজন নেই। মহামারি করোনার প্রকোপ বিশ্বজুড়ে অনেকটাই কমে এসেছে। শঙ্কার মেঘ অনেকটাই কেটে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, করোনায় অন্তত ৭০ লাখ মানুষ মারা গেছেন। সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুসের মতে, করোনায় প্রকৃত মৃতের সংখ্যা ২ কোটির কাছাকাছি, যা আনুষ্ঠানিক হিসাবের চেয়ে প্রায় তিন গুণ বেশি। করোনার কাল বা ভয়াবহতার সময় এখনো শেষ হয়ে যায়নি। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বৈঠকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জরুরি অবস্থা তুলে নেওয়া এ কভিড-১৯ এর বিরুদ্ধে মানুষের লড়াইয়ের অগ্রগতির একটি চিহ্ন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, জরুরি অবস্থা আর না থাকলেও করোনা কিন্তু একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে না। এটি থেকেই যাবে। সোজা কথায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বোঝাতে চেয়েছে করোনার জন্য সারা বিশ্বে ঘোষিত স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা তুলে নিলেও এই ভাইরাস সম্পর্কে সতর্ক থাকতে হবে। তবে আশার কথা এতটুকু করোনাভাইরাস বা কভিড-১৯ ভয়ংকর বাঘ হয়ে থাবা বিস্তার করলেও সে ইতোমধ্যে কাগুজে বাঘে পরিণত হয়েছে। আগের মতো বিপর্যয়ের ক্ষমতা তার নেই। জরুরি অবস্থা উঠে গেলেও মানব জাতিকে সাবধান থাকতে হবে ভবিষ্যতে যাতে আর কোনো ভাইরাস মানুষের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে। করোনাভাইরাস শুধু দুই কোটি মানুষের জীবনই কেড়ে নেয়নি, কোটি কোটি মানুষকে কর্মহীন করেছে। চলতি বিশ্বমন্দার জন্যও তা অনেকাংশে দায়ী।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা