দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হয় বঙ্গবন্ধুর আমলে। শূন্য হাতে তিনি এগিয়ে আসেন মানুষ গড়ার কারিগরদের পাশে। জাতীয়করণের সুবাদে শিক্ষকদের জীবন-জীবিকায় পরিবর্তন ঘটে। তাদের বেতন-ভাতা বেড়ে যায় কয়েক গুণ। প্রাথমিক শিক্ষকের সরকারি চাকরি হয়ে দাঁড়ায় অতি লোভনীয়। উৎকোচ ও তদবির চাকরিপ্রাপ্তির পথ হয়ে দাঁড়ায় এক পর্যায়ে। প্রাথমিক শিক্ষার মানে ধস নামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সর্বজনীন মর্যাদা হারায়। এগুলো হতদরিদ্রদের স্কুলে পরিণত হয়। শিক্ষক নামধারীদের একাংশের মধ্যে মাস শেষে বেতন পাওয়াই একমাত্র কর্তব্য হয়ে দাঁড়ায়। স্বীকার করতেই হবে বর্তমান সরকারের আমলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শৃঙ্খলা ফিরেছে। শিক্ষা না দিয়েই মাস শেষে বেতন ভোগ করার পথ বন্ধ হয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়গুলো গরিব বা হতদরিদ্রদের স্কুলই রয়ে গেছে। সন্তানদের বেসরকারি স্কুলে পড়ানোর ন্যূনতম সক্ষমতা যাদের আছে তারা যে তাদের সন্তানদের সরকারি প্রাথমিক স্কুলে পাঠান না এটি এক নির্মম সত্যি। এ জন্য অবশ্যই দায়ী এক শ্রেণির সরকারি প্রাথমিক শিক্ষকদের দায়িত্বহীন মনোভাব। স্কুলে শিক্ষকদের ঠিকমতো উপস্থিত হতে সরকার বাধ্য করার পরিণতিতে ফাঁকিবাজি বন্ধ হলেও এগুলো গরিবের স্কুলের তকমা কপাল থেকে নামাতে পারছে না। দেশে অসংখ্য প্রাথমিক বিদ্যালয় আছে যেগুলোর প্রয়োজনীয়তা প্রশ্নবিদ্ধ। অসংখ্য স্কুলের অবস্থা এতই হতশ্রী যে, তা দেখার কেউ আছে বলে মনে হয় না। শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখল হয়ে যাচ্ছে নির্বিবাদে। টেবিল চেয়ার বেঞ্চ গায়েব হওয়ার ঘটনাও প্রায়ই ঘটছে। সাম্প্রতিককালে প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। উৎকোচ বাণিজ্য বন্ধ না হলেও অযোগ্যদের নিয়োগ যে রোধ করা সম্ভব হয়েছে এটি একটি বড় সাফল্য। শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়ন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো যাতে সর্বজনীন হয়ে ওঠে তা নিশ্চিত করা জরুরি। এ জন্য যা কিছু প্রয়োজন করতে হবে।
শিরোনাম
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
প্রাথমিক বিদ্যালয়
সর্বজনীন প্রতিষ্ঠানে পরিণত হোক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর