শনিবার গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশের এক বড় অংশ। ভূমিকম্প আতঙ্কে তাড়াহুড়া করে উঁচু তলার ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছে ২০০-এর বেশি মানুষ। ভূমিকম্পে বেশ কিছু ভবনে ফাটল দেখা দিলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ৩৩ সেকেন্ডের ভূমিকম্পটি ঢাকাসহ অনেক এলাকায় অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তি স্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ একটা ভূমিকম্পপ্রবণ এলাকার কাছে হওয়ায় ছোটখাটো ভূমিকম্প প্রায়ই হয় এবং হবে। তবে এখানে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা খুবই কম। তাই ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। বিল্ডিং কোড মেনে ভবন করতে হবে। তাহলে আতঙ্কিত হওয়ার কিছু থাকবে না। ভূমিকম্প শুরু হলে আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে। শিক্ষার্থীরা তাড়াহুড়া করে বের হতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ও সূর্যসেন হলের পাঠকক্ষের কাচের দরজা ভেঙে যায়। আতঙ্কে সূর্যসেন হলের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। স্মর্তব্য, বেশ পুরনো দুটি হলের পলেস্তরা প্রায়ই খসে পড়ে। সেহেতু ভূমিকম্পের মধ্যে শিক্ষার্থীরা ছিলেন আতঙ্কে। ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। সাধারণ মানের ভূমিকম্পে ফাটল দেখা দেওয়ায় হলগুলো নির্মাণে ঠিকাদাররা শুভংকরের ফাঁকির আশ্রয় নিয়েছেন কি না সে বিষয়ে তদন্তের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। ভূমিকম্পে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ছোটখাটো ক্ষয়ক্ষতি ঘটলেও এর উৎপত্তি স্থল লক্ষ্মীপুরের রামগঞ্জে কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি। চলতি বছর শনিবারের ভূমিকম্প নিয়ে ৮টি ভূমিকম্পের উৎপত্তি স্থল দেশের অভ্যন্তরে। ভূমিকম্প-পরবর্তী বিপর্যয় মোকাবিলায় সরকার যথাযথ প্রস্তুতির উদ্যোগ নেবে এমনটি প্রত্যাশিত।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে