শনিবার গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশের এক বড় অংশ। ভূমিকম্প আতঙ্কে তাড়াহুড়া করে উঁচু তলার ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছে ২০০-এর বেশি মানুষ। ভূমিকম্পে বেশ কিছু ভবনে ফাটল দেখা দিলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ৩৩ সেকেন্ডের ভূমিকম্পটি ঢাকাসহ অনেক এলাকায় অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তি স্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ একটা ভূমিকম্পপ্রবণ এলাকার কাছে হওয়ায় ছোটখাটো ভূমিকম্প প্রায়ই হয় এবং হবে। তবে এখানে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা খুবই কম। তাই ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। বিল্ডিং কোড মেনে ভবন করতে হবে। তাহলে আতঙ্কিত হওয়ার কিছু থাকবে না। ভূমিকম্প শুরু হলে আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে। শিক্ষার্থীরা তাড়াহুড়া করে বের হতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ও সূর্যসেন হলের পাঠকক্ষের কাচের দরজা ভেঙে যায়। আতঙ্কে সূর্যসেন হলের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। স্মর্তব্য, বেশ পুরনো দুটি হলের পলেস্তরা প্রায়ই খসে পড়ে। সেহেতু ভূমিকম্পের মধ্যে শিক্ষার্থীরা ছিলেন আতঙ্কে। ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। সাধারণ মানের ভূমিকম্পে ফাটল দেখা দেওয়ায় হলগুলো নির্মাণে ঠিকাদাররা শুভংকরের ফাঁকির আশ্রয় নিয়েছেন কি না সে বিষয়ে তদন্তের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। ভূমিকম্পে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ছোটখাটো ক্ষয়ক্ষতি ঘটলেও এর উৎপত্তি স্থল লক্ষ্মীপুরের রামগঞ্জে কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি। চলতি বছর শনিবারের ভূমিকম্প নিয়ে ৮টি ভূমিকম্পের উৎপত্তি স্থল দেশের অভ্যন্তরে। ভূমিকম্প-পরবর্তী বিপর্যয় মোকাবিলায় সরকার যথাযথ প্রস্তুতির উদ্যোগ নেবে এমনটি প্রত্যাশিত।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা