ডলার সংকটে ন্যুব্জে পড়েছে দেশের ব্যবসা-বাণিজ্য। মূল্যস্ফীতির পেছনে তা মদদ জোগাচ্ছে। গিলে খাচ্ছে সরকারের সব সোনালি অর্জন। অথচ এ সংকট উত্তোরণে গত নির্বাচনের আগ পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরং বিদেশ থেকে ডলার আনার ক্ষেত্রে সৃষ্টি করা হয়েছে প্রতিবন্ধকতা। যা প্রকারান্তরে সংকট জিইয়ে রাখছে। দেশ যখন সর্বনাশা ডলার সংকটে ভুগছে তখন বিদেশ থেকে ডলার আনার ক্ষেত্রে নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়। অর্থনীতিবিদরা তাই পাচার অর্থ ফেরত আনার জন্য কোনো ধরনের প্রশ্ন না তোলার পক্ষে। এতে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আসবে। দেশে বিনিয়োগ বাড়বে। কর্মসংস্থান তৈরি হবে। একই সঙ্গে সরকার ডলার সংকট থেকে রেহাই পাবে। দেশের অর্থনীতিতে বর্তমানে যে ধরনের সমস্যা রয়েছে তার মূলে রয়েছে বৈদেশিক মুদ্রার সংকট। সংকট কাটিয়ে উঠতে আমদানি নিয়ন্ত্রণ করা হয়েছে। বিদেশি বিনিয়োগ ও ঋণের প্রবাহ কমে গেছে। ঋণ যে পরিমাণ আসছে পরিশোধ করতে হচ্ছে তার চেয়েও বেশি। টাকার বিপরীতে ডলারের দর বৃদ্ধির ফলে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। তারপরও বিদেশ থেকে ডলার আনার ক্ষেত্রে নানা রকম প্রশ্নের মুখোমুখি হওয়ার ভয়ে অনেকে সোজা পথে পা বাড়াচ্ছেন না। ফলে জিনিসপত্রের উচ্চ দামের বাড়তি ব্যয় মেটাতে মানুষের কষ্ট হচ্ছে। বেড়েছে মূল্যস্ফীতি। সংকট উত্তরণে বিদেশ থেকে ডলার আনার ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্ন না তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ডলার আনার ক্ষেত্রে সরকারের নমনীয় হওয়া উচিত। টেররিজম ছাড়া অন্য যে কোনো উদ্দেশে ডলার আনলে সেটিকে সমস্যা ভাবা ঠিক হবে না। সন্ত্রাসে অর্থায়নে যারা দেশে ডলার আনে, তাদের সরকারের সংশ্লিষ্টরা চেনে। কিন্তু সাধারণ মানুষ যেসব ডলার দেশে আনে, তাদের অযথা আইনকানুন দেখানোর ফলে আবার ফেরত চলে যায়। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১২ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে ধারণা করা হয়। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ডলার আনার উদ্যোগ নিলে সে অর্থের উল্লেখযোগ্য অংশ ফেরত আসার সুযোগ সৃষ্টি হবে।
শিরোনাম
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে