ডলার সংকটে ন্যুব্জে পড়েছে দেশের ব্যবসা-বাণিজ্য। মূল্যস্ফীতির পেছনে তা মদদ জোগাচ্ছে। গিলে খাচ্ছে সরকারের সব সোনালি অর্জন। অথচ এ সংকট উত্তোরণে গত নির্বাচনের আগ পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরং বিদেশ থেকে ডলার আনার ক্ষেত্রে সৃষ্টি করা হয়েছে প্রতিবন্ধকতা। যা প্রকারান্তরে সংকট জিইয়ে রাখছে। দেশ যখন সর্বনাশা ডলার সংকটে ভুগছে তখন বিদেশ থেকে ডলার আনার ক্ষেত্রে নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়। অর্থনীতিবিদরা তাই পাচার অর্থ ফেরত আনার জন্য কোনো ধরনের প্রশ্ন না তোলার পক্ষে। এতে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আসবে। দেশে বিনিয়োগ বাড়বে। কর্মসংস্থান তৈরি হবে। একই সঙ্গে সরকার ডলার সংকট থেকে রেহাই পাবে। দেশের অর্থনীতিতে বর্তমানে যে ধরনের সমস্যা রয়েছে তার মূলে রয়েছে বৈদেশিক মুদ্রার সংকট। সংকট কাটিয়ে উঠতে আমদানি নিয়ন্ত্রণ করা হয়েছে। বিদেশি বিনিয়োগ ও ঋণের প্রবাহ কমে গেছে। ঋণ যে পরিমাণ আসছে পরিশোধ করতে হচ্ছে তার চেয়েও বেশি। টাকার বিপরীতে ডলারের দর বৃদ্ধির ফলে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। তারপরও বিদেশ থেকে ডলার আনার ক্ষেত্রে নানা রকম প্রশ্নের মুখোমুখি হওয়ার ভয়ে অনেকে সোজা পথে পা বাড়াচ্ছেন না। ফলে জিনিসপত্রের উচ্চ দামের বাড়তি ব্যয় মেটাতে মানুষের কষ্ট হচ্ছে। বেড়েছে মূল্যস্ফীতি। সংকট উত্তরণে বিদেশ থেকে ডলার আনার ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্ন না তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ডলার আনার ক্ষেত্রে সরকারের নমনীয় হওয়া উচিত। টেররিজম ছাড়া অন্য যে কোনো উদ্দেশে ডলার আনলে সেটিকে সমস্যা ভাবা ঠিক হবে না। সন্ত্রাসে অর্থায়নে যারা দেশে ডলার আনে, তাদের সরকারের সংশ্লিষ্টরা চেনে। কিন্তু সাধারণ মানুষ যেসব ডলার দেশে আনে, তাদের অযথা আইনকানুন দেখানোর ফলে আবার ফেরত চলে যায়। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১২ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে ধারণা করা হয়। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ডলার আনার উদ্যোগ নিলে সে অর্থের উল্লেখযোগ্য অংশ ফেরত আসার সুযোগ সৃষ্টি হবে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা